জাপানি হোন্ডার তৈরি জনপ্রিয় কমিউটার এসপি ১২৫। এই বাইকটি এবার এলো ২০২৫ এডিশনে। নতুন এডিশনে যোগ হয়েছে একগুচ্ছ নতুন ফিচার।
এই মডেলটিকে বলা হচ্ছে নতুন প্রজন্মের এসপি ১২৫। এই ভার্সনে আপডেট হিসেবে পেয়েছে নতুন নির্গমন বিধির ইঞ্জিন। বাইকটির দাম ভারতে ৯১ হাজার রুপি থেকে শুরু। হাইএন্ড সিরিজের দাম ১ লাখ রুপি। এগুলো এক্স-শোরুম মূল্য অনুযায়ী।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ইয়ামাহা ম্যাক্সি স্কুটার আনল
২০২৫ এডিশনের হোন্ডা এসপি ১২৫-এর নকশায় কিছু সুক্ষ্ম পরিবর্তন আনা হয়েছে। মোটরসাইকেলের সামনের এবং পেছনের অংশে শার্প ডিজাইন করা হয়েছে এবং সম্পূর্ণ এলইডি লাইটিং যুক্ত করা হয়েছে। এই নতুন মডেলটি আরও উন্নত প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ। এতে ৪.২ ইঞ্চি টিএফটি স্ক্রিন রয়েছে যা ব্লুটুথ সংযোগ এবং হোন্ডা রোড সিঙ্ক অ্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রাইডাররা এখন এই স্ক্রিনে টার্ন-বাই-টার্ন নেভিগেশন অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও, নতুন এসপি মডেলে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। ফলে চলন্ত অবস্থায় ফোন চার্জ করা যাবে।

ইঞ্জিন এবং পারফরম্যান্স
বিজ্ঞাপন
ওবিডি ২বি নির্গমন বিধি অনুসারে ইঞ্জিন আপডেট করা হলেও, হোন্ডা এসপি ১২৫ এর ১২৪ সিসি, এয়ার-কুলড ইঞ্জিনটি আগের মতোই ১০.৭ বিএইচপি শক্তি এবং ১০.৯ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। মোটরের সঙ্গে পাঁচ-গতির গিয়ারবক্স সংযুক্ত রয়েছে। মোটরসাইকেলের হার্ডওয়্যার প্যাকেজে কোনও পরিবর্তন আনা হয়নি। এটি ১৭ ইঞ্চির হুইলের উপর চলবে। এছাড়া টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল স্প্রিং সাসপেনশন রয়েছে। মোটরসাইকেলটির ওজন ১১৬ কেজি (কার্ব) এবং এর ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা ১১.২ লিটার।
আরও পড়ুন: মোটরসাইকেল কত স্পিডে চালালে বেশি মাইলেজ পাওয়া যায়?
নতুন রঙের বিকল্প
২০২৫ হোন্ডা এসপি ১২৫ পাঁচটি নতুন রঙে উপলব্ধ – পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, পার্ল সাইরেন ব্লু, ইন্পেরিয়াল রেড মেটালিক এবং ম্যাট মার্ভেল ব্লু মেটালিক। নতুন রঙের বিকল্পগুলি এই মোটরসাইকেলের লুক এবং ফিল আরও আকর্ষণীয় করে তুলেছে।
প্রসঙ্গত, হোন্ডা এসপি ১২৫ এই নতুন আপডেট ভারতে মিড-রেঞ্জের বাইক বাজারে একটি শক্তিশালী উপস্থিতি তৈরি করবে বলে আশা করা হচ্ছে। উন্নত প্রযুক্তি এবং ডিজাইন আপডেটের কারণে এটি গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।
এজেড

