শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুচকুচে কালো রঙের মোটরসাইকেল আনল ডুকাতি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ এএম

শেয়ার করুন:

DUCATI BIKE

দেখতে একদম কুচকুচে কালো। এই রঙের বাইক সচরাচর দেখা যায়। আগা গোড়াই কালো রঙে মোড়ানো এই বাইক এনেছে ডুকাতি। যার মডেল ডুকাতি দিয়াভেল ফোরভি। এটি একটি রোডস্টার বাইক। এই সেগমেন্টে মডেলটি বেশ জমকালো ডিজাইনের। 

ডুকাতি দিয়াভেল ফোরভি মডেলে কালো রঙের সঙ্গে হলুদের ছটা রয়েছে। ফুয়েল ট্যাংকে হলুদ রঙের ছটা দেখতে পাওয়া যায়। যা বাইকটির দর্শন অধিক আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া এতে দেওয়া হয়েছে শ্রাউড।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শীতকালে এই উপায়ে বাইক চালালে ঠান্ডা লাগবে না

ব্ল্যাক রোডস্টার লিভারিতে দিয়াভেল ভি৪-এর ট্যাঙ্কের পিছনের দিকে ম্যাট গ্রে পেইন্ট যুক্ত হয়েছে। ট্যাংকে দুটি হলুদ রঙের অ্যাকসেন্ট লাইন রয়েছে, যার একটি ট্যাংকের এক পাশ থেকে অন্য পাশে গিয়ে দুই শেডকে আলাদা করে। অপরটি প্রতিটি পাশে মোটা হলুদ লাইন হিসাবে উপস্থিত। ডুকাটি ডায়াভেল ভি৪ আগে থেকেই ‘ডুকাতি রেড’ এবং ‘থ্রিলিং ব্ল্যাক’ পেইন্ট স্কিমে উপলব্ধ ছিল।

BIKE

এই বাইকে রয়েছে ১,১৫৮ সিসি ভি৪ গ্রানতুরিস্মো ইঞ্জিন, যা বাইকটিকে আরও শক্তিশালী করে তুলেছে। ইঞ্জিনটি ১০,৭৫০ আরপিএম-এ ১৬৮ বিএইচপি শক্তি এবং ৭,৫০০ আরপিএম-এ ১২৬ এনএম টর্ক উৎপন্ন করে। এটি একটি ৬-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত, যা কুইক-শিফটার এবং অটো-ব্লিপার বৈশিষ্ট্যযুক্ত। ক্লাচটি হাইড্রোলিক স্লিপার ও ওয়েট মাল্টি-প্লেট ক্লাচ।


বিজ্ঞাপন


ব্রেকিং সিস্টেমে সামনে দুইটি ৩২০ মিমি ডিস্ক এবং পেছনে ২৬৫ মিমি ডিস্ক যুক্ত করা হয়েছে, যার সঙ্গে কর্নারিং এবিএস সুবিধা রয়েছে। সাসপেনশনে সামনের দিকে দুইটি ৫০ মিমি ইউএসডি ফর্ক এবং পেছনে একটি সম্পূর্ণ অ্যাডজাস্টেবল মনো-শক দেওয়া হয়েছে।

ডুকাতির এই নতুন লিভারি শুধুমাত্র বাইকের লুককেই নয়, বরং এর আকর্ষণীয়তা এবং স্টাইলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর