শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রাইভেট কার কিনলে এখনই কিনুন, বাড়ছে দাম

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পিএম

শেয়ার করুন:

প্রাইভেট কার কিনলে এখনই কিনুন, বাড়ছে দাম

ভারত ও জাপানের যৌথ উদ্যোগে নির্মিত গাড়ি কোম্পানির নাম মারুতি সুজুকি। যা এখন ভারত মহাদেশে বৃহত্তম গাড়ি কোম্পানিতে রূপ নিয়েছে। এই প্রতিষ্ঠানটি সবচেয়ে কম দামের প্রাইভেট তৈরি করে আমজনতার মন জয় করে নিয়েছে। এদিকে কোম্পানি সম্প্রতি তাদের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।

মারুতি সুজুকি গাড়ির দাম ২০২৫ সালের জানুয়ারি থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছে কোম্পানি। এদিকে ভারতে হুন্দাইও তাদের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।


বিজ্ঞাপন


মারুতি সুজুকি তাদের এই দাম বৃদ্ধির ঘোষণা একটি নিয়ন্ত্রক নথিতে জানিয়েছে। সংস্থা সূত্রে জানানো হয়েছে, মডেল অনুযায়ী এই মূল্য বৃদ্ধি ৪ শতাংশ পর্যন্ত হতে পারে। তারা আরও জানিয়েছে যে, কাঁচামালের খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় এই বাড়তি খরচ গ্রাহকদের কাঁধে চাপানো ছাড়া তাদের আর কোনও উপায় ছিল না।

car23

সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘আমরা ক্রমাগতভাবে খরচ কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং গ্রাহকদের ওপর প্রভাব কমানোর চেষ্টা করছি। তবে কিছু অংশের খরচ বৃদ্ধি বাজারে স্থানান্তর করা প্রয়োজন।’

আরও পড়ুন: হোন্ডা আনছে ইলেকট্রিক এসইউভি


বিজ্ঞাপন


মারুতি সুজুকি ছাড়াও ভারতের অন্যান্য বড় গাড়ি প্রস্তুতকারক যেমন মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ এবং অডি ইতিমধ্যেই জানিয়েছে যে, জানুয়ারি থেকে তাদের গাড়ির দাম বাড়ানো হবে। সমস্ত সংস্থাই কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং অপারেশনাল খরচ বৃদ্ধিকে তাদের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছে।

maruti

মারুতি সুজুকি বর্তমানে ভারতের গাড়ির বাজারে ৪০ শতাংশ শেয়ার ধরে রেখেছে। নভেম্বর মাসে সংস্থাটি অভ্যন্তরীণ বাজারে ১.৪৪ লক্ষ ইউনিট বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ে বিক্রি হওয়া ১.৩৪ লক্ষ ইউনিট থেকে বেশি। বিশেষত ইউটিলিটি ভেহিকল সেগমেন্টে (যেমন ব্রেজা, ফ্রনক্স, গ্র্যান্ড ভিটারা) ১৬.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ছোট গাড়ির সেগমেন্টে বিক্রি কিছুটা স্থবির অবস্থায় রয়েছে।

প্রসঙ্গত, মারুতি সুজুকির এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য একটি বড় পরিবর্তন আনবে। বিক্রিতেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যারা এখনই গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য ডিসেম্বর সেরা সময়। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর