জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা এই প্রথম ইলেকট্রিক স্পোর্টস ইউটিলিটি ভেইকেল বা এসইউভি আনছে।
রিপোর্ট অনুযায়ী, এই ইলেকট্রিক গাড়িটি কোম্পানির বর্তমান এসইউভি মডেল এলিভেট-এর ওপর ভিত্তি করে তৈরি হতে পারে। এটি ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
এখনও পর্যন্ত হোন্ডা আনুষ্ঠানিকভাবে লঞ্চের কোনও ঘোষণা করেনি। তবে, কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, সংস্থাটি খুব শিগগিরই এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে পারে।

অটো কার ইন্ডিয়ার এক প্রতিবেদনে হোন্ডার এক শীর্ষ কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে জানানো হয়েছে, ‘আমরা ২০২৬-২৭ সালে তিনটি ইলেকট্রিফাইড মডেল নিয়ে আসব। এর মধ্যে একটি হবে এলিভেটের ওপর ভিত্তি করে তৈরি ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল এবং বাকি দুইটি হবে হাইব্রিড বা অল ইলেকট্রিক মডেল।’
বিজ্ঞাপন
রিপোর্ট আরও দাবি করা হয়, আসন্ন ইলেকট্রিক এসইউভিটি বর্তমানে প্রস্তুতিপর্বে রয়েছে এবং এটির ডিজি৯ডি (DG9D) নামে কোডনেম দেওয়া হয়েছে। বর্তমান এলিভেট মডেলের মতো ডিজাইন স্টাইল বজায় রেখে এটি আসবে বলে আশা করা হচ্ছে। গাড়িটি হোন্ডার রাজস্থানের প্ল্যান্টে তৈরি হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এই ইলেকট্রিক গাড়িটির জন্য এলিভেটের প্ল্যাটফর্মে কিছু পরিবর্তন আনা হতে পারে। যাতে এটি ব্যাটারি চালিত হওয়ার উপযোগী হয়। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি হোন্ডা।
এজেড

