সবচেয়ে কম দামের প্রাইভেট কার আনল মারুতি সুজুকি। সম্প্রতি বাজারে এসেছে ডেজায়ারের সস্তা মডেল। তবে দূর্দান্ত স্টাইলিশ ডিজাইন আর উন্নত সুরক্ষা ব্যবস্থা ফিচারের ঘাটতি ঢেকে দেবে অনায়াসে।
কম দামের গাড়ি হলেও দূর্দান্ত সব ফিচার রয়েছে এতে। ডিজাইনও চমৎকার। এই মডেলটি ৫ স্টার সেফটি রেটিং পেয়েছে। নিজের এবং পরিবারের সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না।
বিজ্ঞাপন

মারুতি সুজুকি ডেজায়ারের সবচেয়ে সস্তা ভেরিয়েন্টটি হল এলএক্সআই (ম্যানুয়াল)। এর দাম ভারতে ৬ লাখ ৭৯ লাখ রুপি। অন্যান্য মডেলের তুলনায় দাম অনেকটাই কম।
আরও পড়ুন: ফোনের স্পিকারের সাউন্ড কমেছে? এই উপায়ে বাড়িয়ে নিন
২০২৪ এডিশনের মারুতি সুজুকি ডেজায়ারে রয়েছে একটি ১.২ লিটার জেড সিরিজ পেট্রোল ইঞ্জিন, যা ৫৭০০ আরপিএমে ৮২ হর্স পাওয়ার এবং ৪৩০০ আরপিএমে ১১২ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর ইঞ্জিন ৫ স্পিড ম্যানুয়াল বা ৫ স্পিড এএমটি গিয়ারবক্স দুইরকম অপশনে পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন

এছাড়াও এতে রয়েছে, এলইডি ক্রিস্টাল ভিশন হেডল্যাম্পস এবং এলইডি ডিআরএল, এলইডি রিয়ার কম্বিনেশন ল্যাম্পস, ১৫ ইঞ্চি অ্যালয় হুইল, শার্ক ফিন অ্যান্টেনা, ৯ ইঞ্চি স্মার্ট প্লে প্রো প্লাস ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যানড্রয়েড অটো, অডিও সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, অটোমেটিক এসি, ক্রুজ কন্ট্রোল, ইলেকট্রিক সানরুফ, রিয়ার এসি ভেন্টস, রিয়ার আর্মরেস্ট এবং আরও অনেক কিছু।
এজেড

