শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফোনের স্পিকারের সাউন্ড কমেছে? এই উপায়ে বাড়িয়ে নিন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

smartphone speaker

ফোন পুরনো হলে স্পিকারের সাউন্ড কমে যায়। এই সমস্যায় অনেককেই পড়তে হয়। ফোনের স্পিকারের শব্দ সময়ের সঙ্গে খুব ধীর হতে থাকে। এর ফলে ফোনে কথা শুনতে কষ্ট হয়। জানুন সমাধানের উপায়।

মনে রাখবেন আপনার ফোনের স্পিকারের সাউন্ড যদি কমে যায় আর ফোনটির ওয়্যারেন্টি পিরিয়ড থাকে তবে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই ভালো। কিন্তু ওয়্যারেন্টি পার হলে সমস্যার সমাধানে আপনিই মাঠে নামতে পারেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন:ইফোনে পানি ঢুকলে বের করার উপায়

নিজেদের ফোন থেকে যদি একেবারেই কোনও শব্দ না হয়, তাহলে প্রথমে এটি কোনও ব্লুটুথ ডিভাইসের সঙ্গে কানেক্ট করা আছে কি না দেখে নিতে হবে। 

pohn

যদি তা না হয় এবং স্পিকার থেকে ধীরগতির শব্দ শোনা যায়, তাহলে স্পিকারে ময়লা জমে থাকতে পারে। অতএব, প্রথমে নিজেদের স্পিকারের মধ্যে জমে থাকা ধুলা পরিষ্কার করতে হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফোনের স্পিকারে কম সাউন্ড পাচ্ছেন, এই ভুলটি করছেন না তো?

এখানে ইউজাররা Sound & Notifications বা Sound & Vibrations-এর অপশন পাবেন। এটা সম্ভব যে এই বিকল্পটি কারও ফোনে অন্য নামে থাকতে পারে। এখানে ভলিউম অপশনে ক্লিক করলে স্লাইড বার দেখা যাবে। এখান থেকে ভলিউম বাড়াতে হবে। এখানে রিংটোন, মিডিয়া, অ্যালার্ম, বিজ্ঞপ্তির জন্য অন্যান্য অপশন পাওয়া যাবে।

phone

এই সব সিলেক্ট করার পরেও যদি কারও ফোনের স্পিকারের শব্দ একই থাকে, তাহলে তাকে আলাদাভাবে ভলিউম অ্যাপ ডাউনলোড করতে হবে। কেউ প্লে স্টোরে ভলিউম বুস্টার সার্চ করলে অনেক অপশন দেখতে পাবেন। এই ধরনের আলাদা অ্যাপ ব্যবহার করে স্পিকারের ভলিউম বাড়ানো যায়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর