শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

Hyundai-Tucson

হুন্দাইয়ের এই গাড়ি সুরক্ষায় সেরা

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

Hyundai-Tucson

হুন্দাইয়ের জনপ্রিয় গাড়ি টুসন। যা দীর্ঘদিন ধরে সড়কে রাজত্ব করছে। এই গাড়ির জনপ্রিয়তার অন্যতম কারণ এর নিরাপত্তা ব্যবস্থা। ভারত এনক্যাপ থেকে ক্র্যাশ টেস্টে সর্বাধিক অর্থাৎ ৫-স্টার রেটিং জিতে নিয়েছে এই গাড়ি। ৫-স্টার রেটিং অর্জন করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে মডেলটি।

উল্লেখ্য, টুসন হচ্ছে হুন্দাইয়ের প্রথম গাড়ি যেটি ভারত এনক্যাপের ক্র্যাশ টেস্টে অংশগ্রহণ করল। প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য ৩২-এর মধ্যে ৩০.৮৪ নম্বর পেয়েছে। আবার শিশু যাত্রীদের সুরক্ষা পরীক্ষায় ৪৯-এর মধ্যে ৪১ জিতে নিয়েছে।


বিজ্ঞাপন


tuson

ফ্রন্টাল অফসেট ডিফর্মেবল ব্যারিয়ার টেস্টে টুসন ১৬ ১৬-এর মধ্যে ১৪.৮৪ পয়েন্ট এবং সাইড মুভেবল ডিফর্মেবল ব্যারিয়ার টেস্টে পুরো ১৬ পয়েন্ট পেয়েছে। ফ্রন্টাল অফসেট টেস্টে ড্রাইভারের চেস্ট এবং পায়ের সুরক্ষা পর্যাপ্ত বলে উল্লেখ করা হয়েছে, আর বাকি অংশগুলোর জন্য ভালো রেটিং দেওয়া হয়েছে। যাত্রীদের জন্য সব অংশেই ভালো রেটিং পাওয়া গেছে। সাইড মুভেবল ডিফর্মেবল ব্যারিয়ার টেস্ট এবং সাইড পোল ইমপ্যাক্ট টেস্টে সকল অংশেই যাত্রীদের জন্য ভালো সুরক্ষা নিশ্চিত হয়েছে। ডাইনামিক স্কোর ছিল ২৪-এর মধ্যে ২৪, সিআরএস ইনস্টলেশনের স্কোর ছিল ১২-এর মধ্যে ১২, এবং ভেহিকল অ্যাসেসমেন্ট স্কোর ছিল ১৩-এর মধ্যে ৫।

সুরক্ষা ফিচার

হুন্দাই টুসন সুরক্ষার জন্য বেশ কয়েকটি আধুনিক বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত। এতে ফ্রন্টাল এয়ারব্যাগ, বেল্ট প্রিটেনশনার, বেল্ট লোড লিমিটার, সাইড হেড কার্টেন এয়ারব্যাগ, সাইড চেস্ট এয়ারব্যাগ এবং সাইড পেলভিস এয়ারব্যাগ রয়েছে। এছাড়া রয়েছে আইসোফিক্স মাউন্ট চাইল্ড সিট, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, পথচারী সুরক্ষা এবং সিট বেল্ট রিমাইন্ডার।


বিজ্ঞাপন


test

এই গাড়িতে দুটি ইঞ্জিন বিকল্প রয়েছে ২.০ লিটার পেট্রোল ইঞ্জিন এবং ২.০ লিটার ডিজেল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিনটি ১৫৬ বিএইচপি এবং ১৯২ এনএম টর্ক উৎপন্ন করে, যা ৬-গতির টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে আসে। ডিজেল ইঞ্জিনটি ১৮৬ বিএইচপি এবং ৪১৬ এনএম টর্ক উৎপন্ন করে, যা ৮-গতির টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। ডিজেল ইঞ্জিনে অল-হুইল ড্রাইভ অপশনও রয়েছে।

আরও পড়ুন: সুজুকি অল্টো ১০০ কেজি ওজন কমিয়ে বাজারে আসছে

টুসন দুইটি ডুয়েল-টোন শেড এবং পাঁচটি মোনোটোন রঙে উপলব্ধ। রঙগুলি হল – অ্যাটলাস হোয়াইট, অ্যাবিস ব্ল্যাক, অ্যামাজন গ্রে, স্টারি নাইট, ফায়ারি রেড, অ্যাটলাস হোয়াইট উইথ অ্যাবিস ব্ল্যাক রুফ, এবং ফায়ারি রেড উইথ অ্যাবিস ব্ল্যাক রুফ। মডেলটির এই অসাধারণ রেটিং এবং বৈশিষ্ট্য এটিকে একটি নিরাপদ এবং আধুনিক এসইউভি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর