বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

সুজুকি অল্টো ১০০ কেজি ওজন কমিয়ে বাজারে আসছে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ০১:০০ পিএম

শেয়ার করুন:

maruti suzuki alto

মারুতি সুজুকির জনপ্রিয় গাড়ি অল্টো মডেল ওজন কমিয়ে বাজারে আসছে। এই গাড়ি যেমন দামে কম তেমনি মাইলেজও দেয় দুর্দান্ত। আকারে ছোট এই গাড়িটির একসময়কার জনপ্রিয়তা বাকিদের ঈর্ষার কারণ ছিল। এসইউভি গাড়ির চাহিদা বৃদ্ধির ফলে এর বিক্রিবাটায় খানিক ভাটা পড়েছে ঠিকই। তবে এখনও বহু মানুষ রয়েছেন, যারা এই হ্যাচব্যাক গাড়িটির খোঁজ করে থাকেন। সেই সমস্ত ক্রেতাদের কথা বিবেচনা করে সুজুকি নতুন প্রজন্মের সুজুকি অল্টো তৈরিতে হতে লাগিয়েছে। 

সুজুকি অল্টোর নয়া ভার্সনটি বিদ্যমান মডেলের তুলনায় ১০০ কেজি হালকা হতে চলেছে। এর ফলে ৬৮০-৭৬০ কেজির পরিবর্তে ওজন কমে ৫৮০-৬৬০ কেজি হবে। ওজন কমানোর পাশাপাশি গাড়িটির সুরক্ষা বৈশিষ্ট্য বাড়ানো প্রয়োজন বলেই মত অভিজ্ঞদের। প্রসঙ্গত, ১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত জাপানে তৃতীয় প্রজন্মের সুজুকি অল্টো বিক্রি করা হত।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ইলেকট্রিক স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল আনছে হুন্দাই

সুজুকি তাদের হালকা ওজনের গাড়ি তৈরির জন্য হার্ট টেক প্ল্যাটফর্মের একটি উন্নত সংস্করণ ব্যবহার করবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই প্ল্যাটফর্মটি বর্তমানে ওয়াগন আর, সুইফট, ব্যালেনো, ফ্রন্ক্সসহ আরও কয়েকটি মডেল তৈরিতে ব্যবহৃত হয়েছে।

alto-pic

নির্মাতা সংস্থা আল্ট্রা-হাই টেনসাইল স্টিল এবং অ্যাডভান্সড হাই টেনসাইল স্টিল (ব্যবহার করার পরিকল্পনা করেছে। এটি কাঠামোগত দৃঢ়তা নিশ্চিত করবে কিন্তু ওজনে কোনো বাড়তি চাপ ফেলবে না। এছাড়া, টেকসইয়ের কথা মাথায় রেখে প্লাস্টিকের অংশ ব্যবহারের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করবে সুজুকি।


বিজ্ঞাপন


পরবর্তী প্রজন্মের সুজুকি অল্টো আরও বেশি জ্বালানি সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে। এটি লিটারে প্রায় ৩০ কিলোমিটার মাইলেজ দেবে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর