শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ইলেকট্রিক স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল আনছে হুন্দাই

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

electric car

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই শিগগিরই বাজারে ইলেকট্রিক স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি আনছে। এটাই কোম্পানির প্রথম এসইউভি হতে চলেছে। 

ইলেকট্রিক গাড়ির কদর দিনকে দিন বেড়েছে। পরিবেশে দূষণের মাত্রা না বাড়িয়ে পথ চলার আনন্দ উপভোগ করতে অনেকেই উৎসাহ দেখাচ্ছেন। এতে হুহু করে বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক যানের বিক্রি। তা দেখে অনুপ্রাণিত হয়ে এবারে ফের একটি ইলেকট্রিক গাড়ি আনার প্রস্তুতি শুরু করেছে হুন্দাই আসন্ন মডেলটি হচ্ছে হুন্দাই ক্রিয়েটা ইলেকট্রিক এসইউভি। দীর্ঘদিন ধরেই এই গাড়ির টেস্টিং চালাতে দেখা যাচ্ছিল। আবার ইতিমধ্যেই ফাঁস হয়েছে বেশ কিছু ফিচার।


বিজ্ঞাপন


হুন্দাইয়ের চিফ অপারেটিং অফিসার তরুণ গার্গ গাড়িটি বাজারে আসার কথা নিশ্চিত করেছেন। 

গর্গ জানিয়েছেন, ২০২৫-এর জানুয়ারিতে লঞ্চ করা হবে হুন্দাই ক্রিয়েটা ইলেকট্রিক।

এই ঘোষণা সম্প্রতি তিনি এক বিনিয়োগের বৈঠক থেকে করেছেন। সম্ভাবনা রয়েছে যে হুন্দাই তাদের নতুন ইলেকট্রিক এসইউভি ভারত মোবিলিটি এক্সপো ২০২৫-এ প্রদর্শন করবে। যা ১৭ জানুয়ারি, ২০২৫ থেকে শুরু হচ্ছে। আসুন এই নতুন ইলেকট্রিক গাড়ি সম্পর্কিত ফাঁস হওয়া তথ্যগুলো এক নজরে দেখে নিই।

ev3


বিজ্ঞাপন


স্পাই শট অনুযায়ী, ক্রেটা ইলেকট্রিক এসইউভির ডিজাইন অনেকটাই পেট্রোল চালিত ক্রেটা ফেসলিফটের মতো হতে পারে, যা আগেই উন্মোচিত হয়েছে। গাড়িটির সামনের অংশে কানেক্টেড এলইডি ডিআরএল এবং একই রকম হেডলাইট ডিজাইন থাকতে পারে। ইলেকট্রিক মডেল হিসেবে, এতে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, যার মধ্যে ক্লোজড-অফ ফ্রন্ট গ্রিল এবং নতুন ডিজাইনের বাম্পার থাকতে পারে। পেছনের অংশে লাইট বার থাকতে পারে, যা টেইলল্যাম্পগুলোকে সংযুক্ত করবে।

ক্রেটা ইভি-তে ১৭ ইঞ্চি এরোডাইনামিক হুইল থাকতে পারে। ক্যাবিনের ডিজাইন বর্তমান ক্রেটা-র মতোই হতে পারে বলে অনুমান। এতে ডুয়েল ১০.২৫-ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে, যা একটি ইন্টিগ্রেটেড সেটআপে দেওয়া হবে। এছাড়াও, নতুন তিন-স্পোক স্টিয়ারিং হুইল এবং গিয়ার সিলেক্টরকে পুনর্বিন্যাস করা হতে পারে, যা আইওনিক ৫ মডেলের মতো হতে পারে।

আরও পড়ুন: বিএমডব্লিউর এই গাড়ির গতি ঘণ্টায় ৩০৫ কিমি

গাড়িটিতে ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, প্যানোরামিক সানরুফ এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিটের মতো প্রিমিয়াম ফিচার থাকতে পারে। সুরক্ষার দিক থেকে, এতে ছয়টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা সিস্টেম দেওয়া হতে পারে। গাড়িটিতে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেমস (এডিএএস) অন্তর্ভুক্ত থাকতে পারে, যার মধ্যে অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং, লেন অ্যাসিস্ট এবং অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল উল্লেখযোগ্য।

গাড়িটির ব্যাটারি কনফিগারেশন নিয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এটি একক মোটর সেটআপে একাধিক ব্যাটারি বিকল্পের সঙ্গে আসবে বলে অনুমান করা হচ্ছে। একবার চার্জে ৪০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

হুন্দাই ক্রিয়েটা ইলেকট্রিকের প্রারম্ভিক দাম ভারতে ২০ লাখ রুপি হতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর