শুধু ড্যাশবোর্ডের দিকে তাকালে মনে হবে গাড়ি। কিন্তু আদতে স্কুটার। বলা হচ্ছে হোন্ডার প্রথম ইলেকট্রিক স্কুটারের কথা। যার নাম হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক। যা বাজারে আসছে এই মাসেই।
আরও পড়ুন: কাওয়াসাকির এই মোটরসাইকেলের ইঞ্জিনের ক্ষমতা গাড়ির চেয়েও বেশি
বিজ্ঞাপন
আগামী ২৭ নভেম্বর ভারতের বাজারে পা রাখছে এই ইলেকট্রিক স্কু্টার। ইতিমধ্যেই এই আসন্ন ইলেকট্রিক স্কুটার ঘিরে ক্রেতাদের অন্তহীন উৎসাহ দেখা যাচ্ছে। এরই মাঝে একের পর ফিচার প্রকাশ্যে আসছে।
সম্প্রতি হোন্ডা তাদের আসন্ন বৈদ্যুতিক বাহনের টিজার প্রকাশ করেছে। যেখানে মডেলটির ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখানো হয়েছে।
টিজারে হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিকের দুই ধরনের ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি টিএফটি এবং এলসিডি-র ছবি প্রকাশ করা হয়েছে। তাই দেখে অনুমান করা হচ্ছে, এই স্কুটারটি দুইটি ভ্যারিয়েন্টে আনা হবে। এর হায়ার ভ্যারিয়েন্টে থাকছে একটি টিএফটি ডিসপ্লে। দর্শনের দিক থেকে এটি বেশ আকর্ষণীয়।
বিজ্ঞাপন
হোন্ডার ইলেকট্রিক স্কুটারে দুইটি রাইথাকছে – স্ট্যান্ডার্ড ও স্পোর্ট। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, ব্যাটারি ফুল চার্জে ১০৪ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে জানা গিয়েছে। তবে বাস্তবে এর রেঞ্জ কমে ৮০-৮৫ কিলোমিটার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
টপ-স্পেক হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারের ফিচারের মধ্যে থাকছে অন-বোর্ড নেভিগেশন এবং মিউজিক কন্ট্রোল। সিম্পল কালার এলসিডি সহ আসছে স্কুটারটি। এছাড়া থাকছে স্পিড এবং ব্যাটারি লেভেল দেখার জন্য ট্রিপ মিটার। ২৭ নভেম্বর লঞ্চের পর এর স্পেসিফিকেশন বিস্তারিত জানা যাবে।
এজেড