মোটরসাইকেলের জগতে কাওয়াসাকি সুপরিচিত নাম। জাপানি এই কোম্পানির বাইকের সুখ্যাতি বিশ্বজুড়ে। বাংলাদেশেও পাওয়া যায় কাওয়াসাকির বিভিন্ন মডেলের বাইক। সম্প্রতি এই প্রিমিয়াম মোটরসাইকেল কোম্পানি দুইটি মডেলের বাইক আনল। এগুলো মডেল ২০২৫ কাওয়াসাকি জেড এইচ ২ এবং জেড এইচ২ এসই। এই দুই বাইকের ইঞ্জিনের পাওয়ার সাধারণ একটি প্রাইভেট কারের চেয়েও বেশি।
আরও পড়ুন: একসঙ্গে ১০ মোটরসাইকেল বাজারে আনল কেটিএম
বিজ্ঞাপন
২০২৫ সুপারচার্জড হাইপারনেকেড জেড এইচ২ এসই মডেলটি বেশ কয়েকটি আকর্ষণীয় রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে – মেটালিক ম্যাট গ্রাফিনস্টিল গ্রে/মিরর কোটেড ব্ল্যাক। যেখানে বাইকটির স্ট্যান্ডার্ড মডেলে উপলব্ধ এমেরাল্ড ব্লেজড গ্রিন/মেটালিক ম্যাট গ্রাফিনস্টিল গ্রে/মেটালিক ডায়াব্লো ব্ল্যাক মেশিন।

কাওয়াসাকির নতুন দুই মোটরসাইকেলেই রয়েছে ৯৯৮ সিসি ইন-লাইন ফোর সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন, যা থেকে ১১,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৯৭ হর্সপাওয়ার এবং ৮,৫০০ আরপিএমে ১৩৭ এনএম টর্ক উৎপন্ন হয়। সঙ্গে মিলবে ৬ স্পিড গিয়ার, স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ এবং সংস্থার নিজস্ব কুইকশিফটার। যা ২,৫০০ আরপিএমের পর সক্রিয় হবে।

বিজ্ঞাপন
মজবুত এবং টেকসই স্টিল দ্বারা তৈরি দুই বাইকের হার্ডওয়্যারের ক্ষেত্রে সামনে স্প্রিং প্রিলোড অ্যাডজাস্টেবিলিটি সাসপেনশন এবং পিছনে গ্যাস চার্জ শক অ্যাবজর্বার সাসপেনশন উপস্থিত। অন্যদিকে, কাওয়াসাকি SE মডেলে পাওয়া যাবে Showa এর স্কাইহুক প্রযুক্তি ভিত্তিক কাওয়াসাকি ইলেকট্রনিক কন্ট্রোল সাসপেনশন। দুই বাইকের দু’চাকাতেই রয়েছে ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
আরও পড়ুন: কেটিএম আনল স্ট্রিট নেকেড মোটরসাইকেল, দাম আকাশচুম্বী
ভারতের বাজারে কাওয়াসাকি জেড এইচ২ এবং জেড এইচ২ এসই বাইকের দাম যথাক্রমে ২৪.১৮ লাখ ও ২৮.৫৯ লাখ রুপি।
এজেড

