শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিরো এক্সট্রিম ১২৫ আর

হিরোর এই ১২৫ সিসির মোটরসাইকেলের চাহিদা তুঙ্গে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ এএম

শেয়ার করুন:

hero extreme 125r

১২৫ সিসি সেগমেন্টে নতুন মোটরসাইকেল আনল হিরো। যার মডেল হিরো এক্সট্রিম ১২৫ আর। এই বাইক বাজারে আসার সঙ্গে ক্রেতারা লুফে নিচ্ছেন। কেননা, এই মোটরবাইকে এমন কিছু ফিচার আছে যা ১৫০ সিসির মোটরসাইকেলেও নেই। 

সম্প্রতি ভারতের বাজারে এসেছে হিরোর এক্সট্রিম সিরিজের এই ১২৫ সিসির এই বাইক। আত্মপ্রকাশেই সুপারহিট। ১২৫ সিসি-এর সেগমেন্টে টিভিএস রেইডার এবং হোন্ডা এসপি ১২৫ মডেলকে টেক্কা নিয়ে বাজার দখল করেছে। এর স্টাইলিশ কমিউটার ডিজাইন খুব পছন্দ হয়েছে বাইকপ্রেমীদের। ইঞ্জিনও শক্তিশালী। দামও কম। সব মিলিয়ে দূর্দান্ত প্যাকেজ।


বিজ্ঞাপন


hero_bike_pic

হিরো এক্সট্রিম ১২৫ আর মডেলটিতে নেকেড স্ট্রিট ফাইটার লুক দিয়েছে হিরো। পুরো ডিজাইনই অত্যন্ত শার্প এবং আগ্রাসী। সিটে বসলে চালকের মনে হবে ১২৫ সিসি নয়, তার চেয়েও শক্তিশালী কোনও বাইক চালাচ্ছি বোধহয়। স্টাইলিশ ডিজাইনই এর ইউএসপি। এখানেই এই সেগমেন্টের অন্য বাইকগুলোকে পিছনে ফেলে দিয়েছে হিরোর এক্সট্রিম বাইক।

আরও পড়ুন: রয়েল এনফিল্ড নতুন ববার বাইক আনছে

এই বাইকের ফিচারগুলোও এই সেগমেন্টের অন্যান্য বাইকের থেকে একে আলাদা করে তুলেছে। হিরো এক্সট্রিম ১২৫ আর মডেলে হেডলাইট এবং টেল লাইটের পাশাপাশি টার্ন ইন্ডিকেটরও এলইডি-তে দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে হ্যাজার্ড লাইটের ফাংশনও। ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারও দেওয়া হয়েছে, যা একে প্রিমিয়াম লুক এনে দিয়েছে।


বিজ্ঞাপন


hero_bike

হিরো এক্সট্রিম ১২৫ আর ১২৫ সিসি সেগমেন্টের একমাত্র বাইক যাতে প্রোজেক্টর এলইডি হেডল্যাম্প এবং সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে ফুল এলইডি সেটআপ। অন্যান্য বাইকে সাধারণত এই ফিচার দেখা যায় না।

আরও পড়ুন: যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারাও চালাতে পারবেন এই ই-স্কুটার

এখানেই শেষ নয়। এক্সট্রিম ১২৫ আর মডেলে সম্পূর্ণ নতুন ইঞ্জিন ব্যবহার করেছে হিরো। এই বাইকের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে এই ইঞ্জিন, যা ১১.৫৫ বিএইচপি পাওয়ার এবং ১০.৫ এনএম টর্ক জেনারেট করতে পারে। ইঞ্জিন ৫ স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। শহুরে রাস্তার পাশাপাশি হাইওয়েতেও ইঞ্জিনের পারফরম্যান্স চমৎকার।

r

১২৫ সিসি-এর মডেলে সাধারণত মাইলেজের উপর বেশি ফোকাস করা হয়। এই বিষয়টাও মাথায় রেখেছে কোম্পানি। হিরো এক্সট্রিম ১২৫ আর মডেলের পাওয়ার এবং মাইলেজের চমৎকার কম্বিনেশন দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, এক লিটার তেলে ৬৬ কিমি পাড়ি দিতে পারে হিরোর এই নতুন বাইক। যা এককথায় অনবদ্য। দামেও সস্তা।

ভারতের বাজারে হিরো এক্সট্রিম এর বেস মডেলের দাম ৯৫ হাজার রুপি। এবিএস-সহ টপ মডেলের দাম শুরু হচ্ছে ৯৯ হাজার ৫০০ রুপি থেকে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর