শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডেজায়ার

সবচেয়ে সুরক্ষিত গাড়ি আনল মারুতি সুজুকি, দাম ৬ লাখ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১০:১৭ এএম

শেয়ার করুন:

car

সবচেয়ে সুরক্ষিত গাড়ি আনল মারুতি সুজুকি। সম্প্রতি ভারতের বাজারে এসেছে নতুন প্রজন্মের মারুতি সুজুকি ডেজায়ার। চতুর্থ প্রজন্মের এই সেডান গাড়ির দাম দেশটির বাজারে ৬ লাখ ৭৯ হাজার রুপি।

১১ নভেম্বর সোমবার ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল নতুন প্রজন্মের এই সেডান গাড়ি।


বিজ্ঞাপন


car

সবচেয়ে আকর্ষণের বিষয়, মারুতির সুজুকির এই গাড়ি ‘কম সুরক্ষিত’-র তকমা ঘোচাতে পেরেছে। গ্লোবাল এনক্যাপ থেকে এটি পাঁচ তারার সেফটি রেটিং পেয়েছে। ফলে এতদিনের বদনাম আর রইল না। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, যে ভারতে গাড়িটি সুরক্ষার বিচারে কত নম্বর পায় এখন তাই দেখার।

আরও পড়ুন: সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় এই ৫টি দিক যাচাই করুন

ডিজাইনের দিক থেকে মারুতি সুজুকি ডেজায়ার বেশ কিছু সেগমেন্টের প্রথম ফিচার পেয়েছে। যার মধ্যে রয়েছে বোল্ড গ্রিল, এলইডি ডিআরএল সহ এলইডি ক্রিস্টাল ভিশন হেডল্যাম্প এবং এলইডি রিয়ার কম্বিনেশন ল্যাম্প। গাড়িটি নতুন ১৫ ইঞ্চি অ্যালয় হুইলে চলে। আবার কিছু নতুন সংযোজনের মধ্যে একটি শার্ক ফিন অ্যান্টেনা এবং একটি বুট লিড স্পয়লার অন্তর্ভুক্ত।


বিজ্ঞাপন


car-pic

উল্লেখ্য, ২০২৪ ভার্সনের ডেজায়ার কোম্পানি নয়া ভার্সনের সুইফটের ওপর ভিত্তি করে এসেছে। যদিও সেডান গাড়িটি ডুয়েল টোন কালারের ড্যাশবোর্ডসহ বেছে নেওয়া যাবে। এর সঙ্গে রয়েছে উডেন ড্যাশবোর্ড ফিনিশ। ফিচারের মধ্যে এতে উপস্থিত ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যানড্রয়েড অটো, আরকামিস সারাউন্ড সেন্স, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, স্বয়ংক্রিয় এসি, ক্রুজ কন্ট্রোল, বৈদ্যুতিক সানরুফ, রিয়ার এসি ভেন্টস, রিয়ার আর্মরেস্ট এবং সুজুকি কানেক্টসহ একটি নতুন ৯-ইঞ্চি স্মার্টপ্লে প্রো + ইনফোটেইনমেন্ট সিস্টেম।

আরও পড়ুন: মারুতি সুজুকি ডেজায়ার: বেস্ট সেলিং কার

সংস্থার পঞ্চম প্রজন্মের হার্টেক্ট প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ২০২৪ মারুতি সুজুকি ডেজায়ার। স্ট্যান্ডার্ড সুরক্ষা বৈশিষ্ট্যগুলির মধ্যে ছয়টি এয়ারব্যাগ, একটি ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, হিল হোল্ড অ্যাসিস্ট, ইবিডিসহ এবিএস, ব্রেক অ্যাসিস্ট, সমস্ত আসনের জন্য তিন-পয়েন্ট সিটবেল্ট এবং আইসোফিক্স মাউন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, একটি রিয়ার ডিফগার স্ট্যান্ডার্ড বেছে নেওয়া যাবে।

নয়া ভার্সনের সুইফটের ইঞ্জিনেই ছুটবে এই গাড়ি। এর জেড১২ই ১.২ লিটার ৩-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন থেকে ৮১.৫৮ পিএস শক্তি এবং ১১১.৭ এনএম টর্ক উৎপন্ন হয়। গাড়িটি ৫-স্পিড এমটি এবং ৫-স্পিড এএমটি গিয়ার অপশনে পাওয়া যাচ্ছে। আবার সিএনজি ভার্সনের সঙ্গে রয়েছে একটি ৫-স্পিড এমটি। ২০২৪ ডেজায়ার-এর এমটি এবং এএমটি মডেল থেকে এক লিটার পেট্রোলে যথাক্রমে ২৪.৭৯ কিমি এবং ২৫.৭১ কিমি মাইলেজ পাওয়া যাবে বলে দাবি মারুতি সুজুকির।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর