শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিপস

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় এই ৫টি দিক যাচাই করুন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০৪:০৪ এএম

শেয়ার করুন:

second hand car

গাড়ি কেনার সাধ অনেকেরই আছে কিন্তু সাধ্য নেই। তাই অনেকেই নতুন গাড়ি চেয়ে পুরনো গাড়ি কিনতে চান। অর্থাৎ সেকেন্ড হ্যান্ড গাড়ি। সেকেন্ড হ্যান্ড গাড়ি আসলে অন্য কারও ব্যবহার করা গাড়ি, সেটা এক-দুই বছরের পুরনোও হতে পারে, আবার ৫-৬ বছরের পুরনোও হতে পারে। আপনিও যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান, তাহলে আপনাকে কিছু কিছু বিষয় মাথায় রাখতেই হবে, না হলে গাড়ি কেনার পর অঢেল টাকা খরচ হবে। কীভাবে বুঝবেন কোন পুরনো গাড়িটি এখনও ভালো পারফর্ম করতে পারবে ? কোন গাড়ির দক্ষতা কত ভালো হবে? মাথায় রাখতে হবে এই ৫ টিপস।

s


বিজ্ঞাপন


কেনার আগে বাজেট ঠিক করতে হবে

এই পুরনো গাড়ি কেনার আগে সবার প্রথমে মাথায় রাখতে হবে গাড়ি কেনার বাজেটের কথা। বাজারে সেই পুরনো গাড়ির মডেল কত দাম চলছে, রিসেল ভ্যালু কত রয়েছে, নতুনের দাম কত পড়বে এবং সেই গাড়ির চাহিদা কত তা সম্পর্কে স্পষ্ট ধারণা করতে হবে। বিভিন্ন প্ল্যাটফর্মে সেই গাড়ির দাম যাচাই করতে হবে।

কেনার আগে টেস্ট ড্রাইভ

একটি পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইলে বাজেটের পরে আপনাকে অবশ্যই সেই গাড়ির একটি টেস্ট ড্রাইভ নিতে হবে। এর মাধ্যমেই আপনি বুঝতে পারবেন, সেই গাড়ি কতটা ভাল কন্ডিশনে আছে, কত ভাল পারফর্ম করছে। সেই গাড়ির কোনও কিছু খারাপ হয়ে থাকলে তাও ধরা পড়ে যাবে টেস্ট ড্রাইভে। একজন দক্ষ ব্যক্তির সঙ্গে সেই গাড়ির টেস্ট ড্রাইভ নিতে হবে আপনাকে।


বিজ্ঞাপন


s-car2

পর্যালোচনা করতে হবে

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পর্যালোচনা করা। বাজারমূল্য এবং এর আস্কিং প্রাইস যাচাই করে নিতে হবে ভালো করে। যদি গাড়িতে কোনো ত্রুটি থাকে তাহলে সেই মত এর দাম নির্ধারণ করা হবে। আর এভাবেই আপনি গাড়ির জন্য সঠিক দাম নির্ধারণ করতে পারেন।

আরও পড়ুন: ন্যানো গাড়ি আবার বাজারে ফেরানোর উদ্যোগ টাটার

মেকানিককে দিয়ে চেক করিয়ে নিতে হবে

একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে সবথেকে ভাল হয় সেই গাড়িটি একটি মেকানিককে দিয়ে ভালোমত পরীক্ষা করিয়ে নেওয়া। এর জন্য কোনো অথরাইজড সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে গাড়িটিকে। এর মাধ্যমে আরও ভালোভাবে জানা যাবে যে সেই গাড়িতে কোনো ত্রুটি আছে কিনা।

সার্ভিস রেকর্ড যাচাই করুন

সমস্ত বিষয় দেখে নেওয়ার পরে এখনও কাজ বাকি। এই গাড়ি কেনার আগে গাড়ির সার্ভিস রেকর্ড ভালোমত যাচাই করে নেওয়া দরকার। এর মাধ্যমে জানা যাবে গাড়িতে কতবার সার্ভিসিং করানো হয়েছে, কোন কোন পার্টস বদলানো হয়েছে ইত্যাদি তথ্য।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর