শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ঢাকা

Honda XL Bike

হোন্ডা নতুন এক্সএল বাইক আনল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০৮:০৮ এএম

শেয়ার করুন:

honda xl bike

জাপানি অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক আনল। ইতালির মিলানে অনুষ্ঠিত অটোমোবাইল শো ইআইসিএম ২০২৪ ইভেন্টে হোন্ডা নতুন এই বাইক প্রদর্শন করে। যার মডেল হোন্ডা ট্রান্সল্যাপ এক্সএল ৭৫০। 

অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকের প্রতি ক্রেতাদের অদম্য ভালোবাসা প্রত্যক্ষ করে একের পর এক মডেল লঞ্চ করছে কোম্পানিগুলো। এবারে মাঠে নামল হোন্ডা।


বিজ্ঞাপন


xl-bike-pic

হোন্ডা ট্রান্সল্যাপ এক্সএল ৭৫০ নামের এই দানবাকৃতি বাইকের নয়া ভার্সনের ডিজাইনে আপডেট দেওয়া হয়েছে। এছাড়া নতুন ফিচার যোগ করা হয়েছে।

এই বাইকে রয়েছে একটি নতুন হেডল্যাম্প। আবার উইন্ড স্ক্রিনেও নতুনত্বের ছোঁয়া বর্তমান। এবারে আগের তুলনায় আরও বেশি বাতাস প্রবেশ করার ব্যবস্থা করা হয়েছে। অ্যাডভেঞ্চার বাইকটিতে ফিচার হিসাবে দেওয়া হয়েছে ব্লুটুথসহ একটি ৫ইঞ্চি টিএফটি ডিসপ্লে এবং আপডেটেড সুইচগিয়ার।

আরও পড়ুন: মোটরসাইকেল সকালে স্টার্ট নিচ্ছে না? এই ভুলগুলো করছেন না তো?


বিজ্ঞাপন


হোন্ডা তাদের এই বাইকের দুইদিকের সাসপেনশনে আপডেট দিয়েছে। এখনতিনটি কালার স্কিমে বেছে নেওয়া যাবে এই বাইক। এগুলো হল – রোজ হোয়াইট, পার্ল ডিপ গ্রে এবং গ্রাফাইট ব্ল্যাক।

xl-bike

হোন্ডা ট্রান্সল্যাপ এক্সএল ৭৫০ মডেলের কারিগরি ক্ষেত্রে বিশেষ কোন পরিবর্তন ঘটানো হয়নি। শক্তির উৎস হিসাবে দেওয়া হয়েছে একটি ৭৫৫ সিসি, প্যারালাল টুইন মোটর। এটি থেকে ৯৫০০ আরপিএম গতিতে ৯১.৭ বিএইচপি পাওয়ার এবং ৭২৫০ আরপিএম গতিতে ৭৫ এনএম টর্ক উৎপন্ন হবে।

২০২৫ সালে এই বাইক বাজারে আসবে। ততদিন হোন্ডা এক্সএলপ্রেমীদের অপেক্ষা করতে হবে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর