মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২৫০ সিসির নজরকাড়া স্পোর্টস বাইক আনছে হিরো

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ১১:১৪ এএম

শেয়ার করুন:

hero bike

হিরো মটো কর্প ২৫০ সিসির নতুন স্পোর্টস বাইক আনছে। এর মডেল এখনো ঠিক না হলেও পেটেন্ট ফাইল করা হয়েছে। এটি গত বছর ইআইসিএমএ-তে প্রদর্শিত ২.৫আর এক্সটান্ট কনসেপ্ট মডেলের প্রোডাকশন ভার্সন বলে মনে করা হচ্ছে। এ নিয়ে সংস্থার বক্তব্য, মডেলটিকে তারা হাই-পারফরম্যান্স মোটরসাইকেল হিসাবে স্থান দিতে চায়। এবছর ইআইসিএমএ-তে বাইকটি প্রদর্শিত হতে চলেছে। 

হিরোর এই বাইক অ্যাডভেঞ্চার টুরার গোত্রের। ২০২৫-এর প্রথমার্ধেই বাজারে হাজির হতে পারে এটি। আবার কারিজমা এক্সএমআর ২৫০-এর নেকেড ভার্সন হিসাবেও পা রাখতে পারে বাইকটি। যার ডিজাইন পেটেন্টও ফাইল করা হয়েছে। এতে একটি প্রশস্ত হ্যান্ডেলবারসহ একটি লো-স্লাং হেডল্যাম্প এবং কাউলসহ একটি রেডিয়েটর রয়েছে তবে কোনও ফেয়ারিং অফার করা হয়নি। ফুয়েল ট্যাঙ্ক দেখতে বেশ পেশীবহুল এবং পেছনের অংশটি কিছুটা পাতলা।


বিজ্ঞাপন


hero

কনসেপ্ট মোটরসাইকেলটি কোনও আলোক উপাদান দিয়ে সজ্জিত ছিল না তবে প্রোডাকশন-স্পেক মডেলটির চারপাশে এলইডি লাইটের দেখা মিলতে পারে। ডিজাইন পেটেন্টে একটি আয়তক্ষেত্রাকার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পরিলক্ষিত হয়েছে। এতে ব্লুটুথ কানেক্টিভিটি যুক্ত এই বাইকে গুরুত্বপূর্ণ সব তথ্য ভেসে উঠবে।

হিরোর আসন্ন এই অ্যাডভেঞ্চার টুরার বাইকে শক্তির উৎস হিসাবে থাকছে একটি ২৫০ সিসি, লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এখনও পর্যন্ত ইঞ্জিনের আউটপুট সম্পর্কে জানা যায়নি। 

আরও পড়ুন: টিভিএসের এই জনপ্রিয় স্কুটার আসছে ইলেকট্রিক ভার্সনে


বিজ্ঞাপন


একটি ট্রেলিস ফ্রেমের উপর ভিত্তি করে আসবে এই বাইক। এছাড়া থাকছে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন। দুই চাকাতেই থাকছে ডিস্ক ব্রেক। আবার ডুয়েল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম অফার করা হবে। সুইচেবল এবিএস থাকবে কিনা, তা এখনও জানা যায়নি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর