টিভিএসের জনপ্রিয় স্কুটার এক্সএল। ১০০ সিসির এই স্কুটার অনেকেরই পছন্দের। কেননা, এই স্কুটারের সামনে পর্যাপ্ত জায়গা রয়েছে। ফলে অনেকটাই মালামাল বহন করা যায়। ভারতের পাশাপাশি বাংলাদেশেও এটি জনপ্রিয়। এই স্কুটার এবার আসছে ইলেকট্রিক রূপে।
টিভিএস ভারতে তাদের ইলেকট্রিক টু হুইলারের পোর্টফোলিও সম্প্রসারণে জোর দেওয়ার পরিকল্পনা করছে। বর্তমানে বাজারে সংস্থার একটিমাত্র ইভি মডেল আইকিউব রয়েছে। এবারে সেই সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিতকায় বাজারে আসছে এক্সের ইলেট্রিক ভার্সন।
বিজ্ঞাপন

যা বাজারে আসবে ২০২৫ সালের মার্চে। টিভিএস-এর বিনিয়োগকারীদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: রয়েল এনফিল্ডের ইলেকট্রিক বাইক আসছে ৪ নভেম্বর
এই মুহূর্তে টিভিএস আইকিউব ইলেকট্রিক স্কুটারের একাধিক ভ্যারিয়েন্ট বিক্রি করে। ইতিমধ্যেই মডেলটি এদেশে সাফল্যের মুখ দেখেছে। সম্প্রতি টিভিএস এক্স নামের একটি স্পোর্টস ভার্সনের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে সংস্থা। এর ফলে আরও বেশি সংখ্যক ক্রেতাকে আকৃষ্ট করতে সক্ষম হবে বলেই মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন
বর্তমানে একাধিক রেঞ্জের ইলেকট্রিক স্কুটার নিয়ে কাজ করছে টিভিএস। এমনকি একটি ইলেকট্রিক মোটরসাইকেলের উন্নয়েনেও হাত লাগানো হয়েছে বলে খবর। জানা গিয়েছে, এগুলোর প্রতিটিই সাশ্রয়ী মূল্যে বাজারে আনা হবে। আসন্ন মডেলগুলোর মধ্যে একটি জুপিটারের ইলেকট্রিক ভার্সন অথবা সংস্থার জনপ্রিয় মোপেড এক্সএল ইলেকট্রিক হতে পারে।
এজেড

