শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ঢাকা

Royal Enfield Electric Bike

রয়েল এনফিল্ডের ইলেকট্রিক বাইক আসছে ৪ নভেম্বর

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

royal enfield electric bike

৪ নভেম্বর বাজারে আসছে রয়েল এনফিল্ডের প্রথম বৈদ্যুতিক বাইক। সম্প্রতি এই বাইকের একটি টিজার প্রকাশ্যে এসেছে। কোম্পানির প্রথম ব্যাটারিচালিত বাইক নিয়ে রয়েল এনফিল্ডপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। 

আরও পড়ুন: রয়েল এনফিল্ডের ইলেকট্রিক বাইক এক চার্জে চলবে ১৫০ কিমি


বিজ্ঞাপন


রয়েল এনফিল্ডের পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইকের ফাস্ট লুক দেখে বাইকটি সম্পর্কে খুব একটি ধারণা মেলেনি। কেননা, কোম্পানি ইলেকট্রিক বাইকের প্রোটোটাইপ প্রকাশ্যে এনেছে। 

eb-ike

প্রোটোটাইপ অনুযায়ী কোম্পানির প্রথম ইলেকট্রিক বাইকের লুকের চেয়ে পারফরমেন্সের দিকে নজর দিয়েছে রয়েল এনফিল্ড। 

আরও পড়ুন: রয়েল এনফিল্ড মোটরসাইকেল কারা বানায়?


বিজ্ঞাপন


রয়েল এনফিল্ডের এই বৈদ্যুতিক বাইক অন্যান্য মডেলের তুলনায় স্লিম বডি নিয়ে আসতে পারে। এই ইভি শহরের মধ্যে চালানো জন্য অন্যতম বিকল্প হয়ে উঠতে পারে। রয়েল এনফিল্ডের অন্য বাইকের তুলনায় এর লুক, চেহারাও অন্যরকম হতে পারে বলে জানা গিয়েছে। 

রয়েল এনফিল্ডের এই বৈদ্যুতিক বাইকের রেঞ্জ ১০০ থেকে ১৬০ কিমির মধ্যে হতে পারে।

re-e-bike

রযেল এনফিল্ড ইলেকট্রিকের পাওয়ারট্রেন এবং এর রেঞ্জ এই বাইকের দাম বাড়ার কারণ হতে পারে। এই বৈদ্যুতিক বাইকের দাম প্রচলিত বাইকের থেকে বেশি হতে পারে। 

রয়েল এনফিল্ড এই বাইকে অনেক ফিচার্স রাখতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে। এর মধ্যে রাইডিং মোডসহ ডুয়াল চ্যানেল এবং এবিএসের সুবিধে রয়েছে। অ্যালয় হুইলের পাশাপাশি ডিস্ক ব্রেকও পাওয়া যাবে এই বাইকে।

আরও পড়ুন: ডিজেলে চলত রয়েল এনফিল্ড মোটরসাইকেল, মাইলেজ লিটারে ৮০ কিমি

এই প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করার পরে রয়েল এনফিল্ড বাজারে আরো মডেল আনতে পারে। এরপরে রয়েল এনফিল্ড হিমালয়ানের এই বৈদ্যুতিক ভার্সন বাজারে আসতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর