রয়েল এনফিল্ড একটি ভারতীয় বহুজাতিক মোটরসাইকেল উৎপাদনকারী কোম্পানি, যার প্রধান কার্যালয় চেন্নাইয়ে অবস্থিত। যদিও এর জন্ম হয়েছিল ইংল্যান্ডে। তখন এর নাম ছিল এনফিল্ড। এটি বিশ্বের সবচেয়ে পুরনো বৈশ্বিক মোটরসাইকেল ব্র্যান্ড।
আরও পড়ুন: রয়েল এনফিল্ড কোন দেশি কোম্পানি?
বিজ্ঞাপন
প্রথম রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটি ১৯০১ সালে ইংল্যান্ডের ওরচেস্টারশায়ারের রেডিচ শহরের এনফিল্ড সাইকেল কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিল, যারা রয়েল এনফিল্ড বুলেটের ডিজাইন করে। এই বাইক বাজারে আসতে না আসতেই বিশ্বজয় করে।
রয়েল এনফিল্ড বুলেট হলো ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী মোটরসাইকেল।
আরও পড়ুন: ভারতের দেড় গুণ দামে বাংলাদেশে বিক্রি হচ্ছে রয়েল এনফিল্ড মোটরসাইকেল
বিজ্ঞাপন
এরপর ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ মোটরসের মাধ্যমে ইংল্যান্ডের রয়্যাল এনফিল্ড থেকে লাইসেন্স প্রাপ্ত হয়ে, এই কোম্পানিটি বর্তমানে ভারতের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান আইশার মোটরসের একটি সহায়ক প্রতিষ্ঠান।
তাই বলা হয়, ভারতে রয়েল এনফিল্ড মোটরসাইকেল তৈরি ও বিপণন করে আইশার মোটরস।
আরও পড়ুন: ডিজেলে চলত রয়েল এনফিল্ড মোটরসাইকেল, মাইলেজ লিটারে ৮০ কিমি
কোম্পানিটি ক্লাসিক ধাঁচের মোটরসাইকেল তৈরি করে, যার মধ্যে রয়ে এনফিল্ড বুলেট, ক্ল্যাসিক ৩৫০, রয়েল এনফিল্ড থান্ডারবার্ড, মিটিয়র ৩৫০, ক্ল্যাসিক ৫০০, ইন্টারসেপ্টর ৬৫০, কন্টিনেন্টাল, হান্টার ৩৫০ ইত্যাদি রয়েছে।
রয়েল এনফিল্ড অ্যাডভেঞ্চার ও অফরোডিং মোটরসাইকেলও তৈরি করে, যেমন রয়েল এনফিল্ড হিমালয়ান। তাদের মোটরসাইকেলগুলো এক সিলিন্ডার এবং টুইন সিলিন্ডার ইঞ্জিন দিয়ে সজ্জিত।
এজেড