শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১২৫ সিসির এক্স‌ট্রিম মোটরসাইকেল আনল হিরো

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ০৯:১৬ পিএম

শেয়ার করুন:

১২৫ সিসির এক্স‌ট্রিম মোটরসাইকেল আনল হিরো

বাংলাদেশের বাজারে হি‌রো এক্স‌ট্রিম ১২৫আর ম‌ডেল আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। গ্রাহকদের সন্তুষ্টি, সহনীয় দাম, অত্যাধুনিক ফিচারস ও কোয়ালিটি ইত্যাদি বিভিন্ন বিষয় মাথায় রেখে বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল এবং স্কুটার প্রস্তুতকারক হিরো মটোকর্প এই মোটরসাইকেল এনে‌ছে। 

বৃহস্প‌তিবার (২৪ অ‌ক্টোবর) রাজধানীর এক‌টি হো‌টে‌লে আয়ো‌জিত অনুষ্ঠা‌নে মোটরসাইকেল‌টি উন্মোচন করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠা‌নে হি‌রো দা‌বি কর‌ছে নতুন বাইক‌টি স্পোর্টস ক‌মিউটার ঘরানার।

আরও পড়ুন

নতুন ডিজাইনে ১২৫ সিসির পালসার আনল বাজাজ

অনুষ্ঠা‌নে জানা‌নো হয়, এক্সট্রিম ১২৫আর জেনারেশন-নেক্সট গ্রাহকদের উচ্চাকাঙ্খী গতিশীলতার চাহিদাকে মাথায় রেখে নিখুঁতভাবে তৈরি করা। "চ্যালেঞ্জ দ্য এক্সট্রিম" মটো নিয়ে মডেলটি পারফরম্যান্স, স্টাইলিং, রাইডিং ডাইনামিকস এবং নিরাপত্তার দিক থেকে অনন্য। মোটরসাইকেলটিতে রয়েছে প্রথম-শ্রেণীর এবিএস ব্রেকিং সিস্টেম, সম্পূর্ণ এল ই ডি প্যাকেজ চওড়া টায়ার এবং ১৮০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। যা বাইকের উন্নত স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে।

এক্সট্রিম ১২৫আর মোটরসাইকেলটি ১ লাখ ৭১ হাজার  টাকায় আকর্ষণীয় মূল্যে কিনতে পাওয়া যাবে।


বিজ্ঞাপন


hero_2

অনুষ্ঠা‌নে হিরো বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার পার্টনার এবং নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ বলেন, "বাংলাদেশে এক্সট্রিম ১২৫আর লঞ্চ করায় আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এটি আমাদের জন্য একটি নতুন সেগমেন্ট হবে। আমরা নিশ্চিত যে সারা দেশের তরুণরা এই স্টাইলিশ এবং প্রযুক্তি-চালিত পণ্যটির প্রশংসা করবে। এক্সট্রিম ১২৫আর তার সেগমেন্টে বেঞ্চমার্ক সেট করবে। আমরা শীঘ্রই এটি সারা দেশে বাজারজাত করব।"

আরও পড়ুন

৩৫০ সিসির নতুন মোটরসাইকেল আনল রয়েল এনফিল্ড

এই সেগমেন্টে এক্সট্রিম ১২৫আর স্পোর্টস লুকের স্টাইলিশ বাইক। মোটরসাইকেলটিতে অল এলইডি সেট আপ রয়েছে যাতে রয়েছে ফার্স্ট-ইন-সেগমেন্ট প্রজেক্টর এলইডি হেডল্যাম্প, এলইডি উইঙ্কার্স এবং সিগনেচার এলইডি টেল ল্যাম্প। মোটরসাইকেলটিতে একটি স্পোর্টি কমপ্যাক্ট মাফলার রয়েছে যা হিরো সিগনেচারকে নির্দেশিত করে। ফার্স্ট-ইন-সেগমেন্ট হুইল কভার সামগ্রিকভাবে স্পোর্টস বাইকের অনুভূতি দেবে। এতে গিয়ার পজিশন ইন্ডিকেটরসহ এলসিডি ক্লাস্টার রয়েছে এছাড়াও রয়েছে স্মার্ট কানেকটিভি।

এক্সট্রিম ১২৫আর বাইকে একটি লাইটওয়েট, হেভি ডিউটি ডায়মন্ড টাইপ ফ্রেম ব্যবহার করা হয়েছে। যা উন্নত হ্যান্ডলিং পারফরম্যান্সের জন্য প্রস্তুত করা। এক্সট্রিম ১২৫আর এর সাথে রয়েছে প্রশস্ত ১২০/৮০ সেকশনের পেছনের টায়ার। ৩৭ মিলিমিটার ডায়া ফ্রন্ট সাসপেনশন। রয়েছে সেভেন স্টেপ এডজাস্টেবল মনোশক, যা সব অবস্থায় আরামদায়ক অনুভূতি নিশ্চিত
করে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর