মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ঢাকা

ইলেকট্রিক পিকআপ আনল মাহিন্দ্রা, কমবে পণ্য পরিবহনের খরচ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

ELETRIC PICKUP

এই প্রথম ইলেকট্রিক পিকআপ আনল ভারতের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা। এই বৈদ্যুতিক বাহন ব্যবহারে কমবে পণ্য পরিবহনের খরচ। 

বৈদ্যুতিক গাড়ি নির্মাণ শাখা মাহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটি’র হাত ধরে গাড়িটি বাজারে এসেছে। মডেলটির নাম মাহিন্দ্রা জিও।


বিজ্ঞাপন


ছোট কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্টে এটিই তাদের প্রথম মডেল। কার্গো গাড়িটি দুই টনের কম ওজন বহনে সক্ষম। এর দাম রাখা হয়েছে ভারতে সাড়ে সাত লাখ রুপি।
 
দুই ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে এই গাড়ি। মাহিন্দ্রা জানিয়েছে, জিও-এর অর্থ ‘জিরো এমিশন অপশন’ অর্থাৎ দূষণ ছড়াবে না। কোম্পানি জানিয়েছে, ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এর ১২ হাজার অর্ডার এসেছে। চলুন গাড়িটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

PICK

মাহিন্দ্রা জিও-এর দুইটি ভ্যারিয়েন্ট হচ্ছে – ফ্ল্যাট সাইড ডেক (FSD) এবং ডেলিভারি ভ্য়ান (DV)। সংস্থা সূত্রে জানানো হয়েছে, এই গাড়ির ব্যাপক স্থানীয়করণের ফলে এটি কেন্দ্রের পিএলআই স্কিমের আওতায় এসেছে। ফলে ভারত সরকারের ভর্তুকিসহ কিনতে পারবেন ক্রেতারা। 

ফ্ল্যাট সাইড ডেক ভ্যারিয়েন্টের V1 ও V2 ভার্সনের দাম রাখা হয়েছে যথাক্রমে ৭.৫২ লাখ রুপি এবং ৭.৬৯ লাখ রুপি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: আত্মপ্রকাশ করল ১২৫ সিসির নতুন পালসার, রয়েছে ৬ গিয়ার

অন্যদিকে ডেলিভারি ভ্য়ান ভ্যারিয়েন্টের V1 ও V2 ভার্সন কিনতে খরচ পড়বে যথাক্রমে ৭.৮২ লাখ ও ৭.৯৯ লাখ রুপি (এক্স-শোরুম)। আবার দুই ধরনের ব্যাটারিসহ বেছে নেওয়া যাবে – ১৮.৪ কিলোওয়াট আওয়ার (V1) এবং ২১.৩ কিলোওয়াট আওয়ার (V2)। 

PICKUP

মাহিন্দ্রার এই গাড়ির মোটর থেকে সর্বোচ্চ ৩০ কিলোওয়াট এবং ১১৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ব্যাটারিতে ৭ বছর বা ১.৫ লাখ কিলোমিটারের (যোটি আগে হবে) ওয়ারেন্টি অফার করছে কোম্পানি। ফুল চার্জে এটি ১৬০ কিলোমিটার পথ চলতে পারবে বলে দাবি করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এতে উপস্থিত অ্য়াডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমের ফিচার লেন ডিপারচার ওয়ার্নিং। এছাড়া উপস্থিত হিল হোল্ড অ্যাসিস্ট এবং ক্রিপ ফাংশন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর