রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

টাটা ন্যানো থেকে মার্সিডিজ— রতন টাটার গাড়ি প্রেম সম্পর্কে জানেন?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

loading/img

ভারতের অন্যতম ধনকুবের ছিলেন রতন টাটা। তার গাড়ি প্রেম সম্পর্কে অনেকেই জানেন না। এই শিল্পপতির কাছে বিশ্বের নামিদামি গাড়িগুলো ছিল। কিন্তু তারপরও তিনি চড়তেন কম দামের টাটা গাড়িতে। 

ভারতের অন্যান্য শিল্পপতিদের মতোই টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার গাড়ির কালেকশনও চোখ কপালে তোলার মতো। নিজের টাটা মোটরস কোম্পানি ছাড়াও রতন টাটার গাড়ি প্রেম সকলের জানা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রতন টাটা: মধ্যবিত্তদের নিজের গাড়িতে চড়ার স্বপ্ন দেখিয়েছিলেন

বিশ্বের সবথেকে সস্তা গাড়ি তৈরির কথা ভেবে ন্যানো তৈরির কথা ভেবেছিলেন রতন টাটা। বিশ্বের সবথেকে সস্তা গাড়ি হিসাবে ট্যাটা লঞ্চ হলেও বাজারে সাফল্য পায়নি এই গাড়ি। লঞ্চের এক দশক পরে ২০১৯ সালে ন্যানো উৎপাদন বন্ধ করে দেয় টাটা মোটরস। তবে নিজের কালেকশনে একটি টাটা ন্যানো রেখে দিয়েছিলেন এই শিল্পপতি।

car

জানুন প্রয়াত রতন টাটার গাড়ির কালেকশন সম্পর্কে-


বিজ্ঞাপন


টাটা নেক্সন

টাটা নেক্সন প্রথম ভারতীয় গাড়ি যা ৫ স্টার সুরক্ষা রেটিং পেয়েছিল। গ্লোবাল এনক্যাপ এই রেটিং দিয়েছিল। গ্রাহকের ভরসা পেতে এই ঘটনা কোম্পানির ইতিহাসে উল্লেখযোগ্য। হয়তো এই কারণেই নিজের গ্যারেজে একটি টাটা নেক্সন রেখেছিলেন রতন টাটা। নীল, রূপালী রঙে একটি নেক্সন ছিল তার।

টাটা ইনডিগো ম্যারিনা 

রতন টাটা নিজের কুকুরকে খুবই ভালোবাসেন। আর কুকুরকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একটি ইনডিগো ম্যারিনা সংগ্রহে রেখেছিলেন তিনি।  পোষ্যকে জায়গা করে দিতে এই গাড়ির পিছনের সিট সরিয়ে নিয়েছিলেন তিনি।

pic

হোন্ডা সিভিক

এছাড়াও রতন টাটার গ্যারেজে রয়েছে একটি হোন্ডা সিভিক। একাধিকবার এই গাড়ি চালাতে দেখা গিয়েছে তাকে। তার সাদা হোন্ডা সিভিক কয়েক জেনারেশন পুরনো মডেল। এই গাড়িতে রয়েছে একটি ১.৮ লিটার ভিটেক পেট্রোল ইঞ্জিন।

মার্সিডিজ বেঞ্চ ই-ক্লাশ ডব্লিউ১২৪

জার্মান বিলাসবহুল গাড়ি প্রস্তুত সংস্থাটির অন্যতম আইকনিক গাড়ি ই-ক্লাশ ডব্লিউ১২৪। আর এই কারণেই হয়তো রতন টাটার গ্যারেজে রয়েছে এই গাড়ি। এটাই মার্সিডিজ বেঞ্চর ভারতে লঞ্চ করা প্রথম গাড়ি। ১৯৯৫ সালে টাটা মোটরসের সঙ্গে হাত মিলিয়ে এই গাড়ি ভারতে নিয়ে এসেছিল জার্মান কোম্পানিটি।

বুইক স্কাইলার্ক

এই গাড়ি অনন্য। ১৯৭৮ সালের বুইক স্কাইলার্কমডেল ছিল রতন টাটার কাছে। ক্লাসিক ডিজাইনের এই গাড়ি পরে বিক্রি করে করেন দেন তিনি।

ratan

ফেরারি ক্যালিফোর্নিয়া

ফেরারিকে বাদ দিয়ে কোন স্পোর্টস কার কালেকশন শেষ হয় না। রতন টাটার কাছেও রয়েছে একটি ফেরারি ক্যালিফোর্নিয়া। একাধিকবার এই গাড়ি চালাতে দেখা গিয়েছে টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানকে।

জাগুয়ার এফ-টাইপ এস

এই মুহূর্তে ভারতে জাগুয়ার ও ল্যান্ড রোভারের মালিকানা রয়েছে টাটা মোটরসের কাছে। রতন টাটার কাছে রয়েছে একটি জাগুয়ার এফ-টাইপ এস।

ratan-p-ic

ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার

রতন টাটার এসইভি  কালেকশনে রয়েছে একটি ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার।

এই গাড়িগুলো ছাড়াও রতন টাটার গ্যারেজে আরও অনেক গাড়ি রয়েছে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর