সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

গাড়ি কিনতে চান?

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে এই তিনটি জিনিস দেখে নিন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ১১:৫০ এএম

শেয়ার করুন:

loading/img

গাড়ি এখন আর বিলাসিতা নয়, প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে সবার সব প্রয়োজন মেটে না। অনেকের নিত্যদিনের যাতায়াতের জন্য গাড়ি প্রয়োজন। কিন্তু নতুন গাড়ি কেনার সামর্থ্য নেই। তাই তারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দুধের স্বাদ ঘোলে মেটান।

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কোনো ক্ষতি নেই, তবে এর বডি এবং ডিজাইন দেখেই কেনা ভুল প্রমাণিত হতে পারে। জানুন সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে কোন তিনটি বিষয়ে খেয়াল রাখবেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: এসব লক্ষণে বুঝে নিন মোটরসাইকেলের টায়ার বদলানো সময় হয়েছে

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় প্রথমেই দেখতে হবে গাড়ির লুক। অর্থাৎ কন্ডিশন কেমন। এছাড়াও অভ্যন্তরীণ, বহিরাগত, টায়ার, ইঞ্জিন, ফ্রেমিং, মাইলেজ, ওডোমিটার, টেস্ট ড্রাইভ, ইঞ্জিন এবং বিমা কাগজপত্র ইত্যাদিও পরখ করতে হবে। এর জন্য আপনি যে কোন টেস্ট ড্রাইভে একবার বা দুবার নয় বার যান৷

car

১. গাড়ির অবস্থার দিকে মনোযোগ দিন


বিজ্ঞাপন


আপনার পছন্দের একটি গাড়ি খুঁজে পাওয়ার পরে, আপনাকে অবশ্যই তার অবস্থা পরীক্ষা করতে হবে। অভ্যন্তরীণ পরীক্ষা করুন, বহিরাগত এবং ফ্রেমিং কি। গাড়ির টায়ার, ইঞ্জিন কেমন এবং গাড়িটি কত মাইলেজ দিতে পারে? ওডোমিটার, টেস্ট ড্রাইভ এবং ইঞ্জিন ছাড়াও, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষা করা উচিত। এই সব যাচাই করার পরই আপনি গাড়ির সঠিক দাম নির্ধারণ করতে পারবেন।

cr

দ্রুত গাড়ি কেনার আগ্রহে আমরা অনেক সময় সার্ভিস হিস্ট্রি চেক করতে ভুলে যাই। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে বড় সমস্যা দেখা দিতে পারে। তাই গাড়ি কিনতে গেলে অবশ্যই গাড়ির সার্ভিস হিস্ট্রি চেক করুন।

আরও পড়ুন: মোটরসাইকেল একটানা কতক্ষণ চালানো উচিত?

২. বিমা কাগজপত্র পরীক্ষা করুন

আপনি যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যান, তখন গাড়ির বিমার কাগজপত্র খুলুন এবং গাড়িতে কোনো দুর্ঘটনা বা ক্লেম আছে কিনা তা পরীক্ষা করুন।

tps

৩. টেস্ট ড্রাইভে যান

যেকোন গাড়ি কেনার আগে, উপরে উল্লিখিত হিসাবে টেস্ট ড্রাইভে যান একবার বা দুইবার নয়, বার বার। এ কারণে গাড়িতে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে জানতে পারবেন। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালানোর চেষ্টা করুন, শুধুমাত্র কম ট্রাফিক আছে এমন জায়গায় গাড়ি চালান। আপনি যদি ব্রেক প্যাডেলে কোনো ধরনের কম্পন বা অদ্ভুত শব্দ লক্ষ্য করেন, তাহলে একজন মেকানিককে একবার জিজ্ঞাসা করুন, মনে রাখবেন যে আপনি যখনই টেস্ট ড্রাইভে যাবেন, প্রয়োজনে একজন মেকানিককে সঙ্গে নিয়ে যাবেন, মেকানিক সব ত্রুটি ঠিকমতো পরীক্ষা করতে পারবে।

এজেড 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন