গাড়ির চুরি হলে ক্ষতিপূরণ পেতে আগেভাগেই অনেকেই বিমা করান। গাড়ির বিমা করেই নিশ্চিন্তে থাকার সুযোগ নেই। বিমা সম্পর্কিত প্রতিটি ছোট-বড় সমস্যা আপনার জানা উচিত। আপনি যদি গাড়ি বিমা সম্পর্কিত তথ্য না জানেন তবে আপনার বিমার দাবি অস্বীকার করা হতে পারে।
প্রতিদিন অনেক যানবাহন চুরি হয়ে যায়। গাড়ি চুরি হওয়ার পরে, অনেকে ভাবেন যে বিমা কোম্পানি অবশ্যই অর্থ প্রদান করবে, কিন্তু একটু ভেবে দেখুন, আপনি যদি দাবি করেন এবং কোম্পানি দাবি অস্বীকার করে তবে আপনি কী করবেন?
বিজ্ঞাপন
আরও পড়ুন: বৃষ্টির পানিতে গাড়িতে মরিচা ধরেছে? সুরক্ষিত রাখার উপায় জানুন
এই প্রতিবেদনে জানুন, কোন কাজটি করলে গাড়ি চুরি হওয়ার পরে বিমা কোম্পানি আপনার দাবি অস্বীকার করতে পারবে না। গাড়ি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যা গাড়ি চুরির আগেই আপনাকে নিরাপদে রাখতে হবে, অন্যথায় বিমা দাবিতে সমস্যা হতে পারে।

গাড়ির বিমা দাবি আদায়ের প্রক্রিয়া
বিজ্ঞাপন
আপনার গাড়িটি চুরি হওয়ার পর কোম্পানি আপনার কাছ থেকে গাড়ির চাবি দুইটি চায়, কারণ গাড়িটি চুরি হয়েছে, চাবিটি নয়। কিন্তু অনেক সময় দেখা গেছে গাড়ির মালিকের কাছে গাড়ির চাবি দুইটি থাকে না, এর কারণ অনেক সময় আমরা চাবি কোথাও ভুলে যাই বা চাবি হারিয়ে ফেলি, তাই আমরা বিষয়টিকে হালকাভাবে নিই এবং প্রয়োজন না বুঝে মামলা দায়ের করি না।
মামলা দায়ের না করার এই ভুলটি পরে দাবি খারিজ হতে পারে। আপনার গাড়ির চাবি কোথাও হারিয়ে গেলে অবশ্যই পুলিশকে খবর দিন এবং রিপোর্ট করুন। আপনি যদি এটি না করেন এবং পরে গাড়িটি চুরি হয়ে যায়, তাহলে বিমা কোম্পানি আপনার দাবি অস্বীকার করবে কারণ আপনার কাছে গাড়ির দুইটি চাবি তখন থাকবে না।
এমনকি গাড়ি চুরি হওয়ার পরেও গাড়ির চাবিগুলো নিরাপদে রাখুন যতক্ষণ না আপনি বিমা কোম্পানির কাছ থেকে টাকা পান বা কোম্পানি আপনার কাছ থেকে উভয় চাবি সংগ্রহ করে। গাড়ির চাবি ছাড়াও গাড়ির বিমা পলিসি, গাড়ির সমস্ত নথি যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিরাপদে রাখুন।
এজেড

