শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Ladies Scooty

হোন্ডা বিট: হোন্ডা আনছে ‘লেডিস বাইক’

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ এএম

শেয়ার করুন:

honda bite

কর্মজীবী নারী কিংবা কলেজ-বিশ্ববিদ্যালয়গামী তরুণীদের জন্য জাপানি হোন্ডা আনছে লেডিস বাইক। যার মডেল হোন্ডা বাইট। এই এই স্কুটারটি থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার বাজারে বেশ জনপ্রিয়। এবার ভারত, বাংলাদেশের বাজারে আসার কথা রয়েছে।

honda_pic


বিজ্ঞাপন


যদিও বাজারে ‘স্টেপ-থ্রু’ স্কুটির সেভাবে বাজার নেই বললেই চলে। বিগত কয় বছরে জাপানি ব্র্যান্ডটি এদেশে বেশকিছু মডেলের পেটেন্ট ডিজাইন দায়ের করেছে। বিশ্ববাজারে বিক্রিত প্রায় প্রতিটি মডেলের রেজিস্ট্রেশন সেরে রেখেছে তারা। এর অর্থ এই নয় যে, এগুলোর প্রতিটি বিশ্ব বাজারে লঞ্চ করা হবে।

honda

হোন্ডা বিটে রয়েছে একটি ট্র্যাডিশনাল ফ্লোরবোর্ড। এতে শক্তির উৎস হিসাবে উপস্থিত একটি ১১০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা হোন্ডা অ্যাক্টিভাতেও ব্যবহার করা হয়েছে। এই ১১০ সিসি মোটর থেকে উৎপন্ন হয় ৭,৫০০ আরপিএম গতিতে ৯ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ৯.২ এনএম টর্ক। 

আরও পড়ুন: ইয়ামাহা আনছে নতুন ম্যাক্সি স্কুটার, জানুন ফিচার


বিজ্ঞাপন


ফিচারের প্রসঙ্গে বললে, হোন্ডা বিট একটি প্রিমিয়াম স্কুটার। এতে উপস্থিত কিলেস ইগনিশন, ১৪ ইঞ্চি হুইল, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম এবং এলইডি হেডলাইট। এছাড়া রয়েছে সিঙ্গেল সিট, আকর্ষণীয় গ্র্যাবরেল। একাধিক কালার অপশনে বিক্রি করা হয় মডেলটি। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর