মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইয়ামাহা আনছে নতুন ম্যাক্সি স্কুটার, জানুন ফিচার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

yamaha scooter

জাপানের ইয়ামাহা নতুন ম্যাক্সি স্কুটার আনছে। যার মডেল ইয়ামাহা এনম্যাক্স ১৫৫। আগামী বছরের শুরুতেই এই স্কুটার বাজারে আসবে। এখন চলছে স্কুটারটি নির্মাণের কাজ। 

ইয়ামাহার ম্যাক্সি স্কুটার অনেক দেশেই জনপ্রিয়। এরই ধারাবাহিতায় আসছে নতুন স্কুটার। এর আগে জাপানি কোম্পানিটি অ্যারোক্স ১৫৫ মডেলের একটি স্কুটার আনে। যা ব্যাপক জনপ্রিয়তা পায়।  


বিজ্ঞাপন


nmax

ইয়ামাহার আপকামিং ম্যাক্সি স্কুটার এনম্যাক্স ১৫৫ মডেলে থাকছে ১৫৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এই একই ইঞ্জিন অ্যারক্স ১৫৫ মডেলেও ছিল। এমনকি একই ইঞ্জিন আর১৫, এমটি ১৫ মডেলেও ব্যবহৃত হয়েছে। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১৪.৯ বিএইচপি শক্তি এবং ১৩.৫ এনএম টর্ক পাওয়া যায়। মোটরের সঙ্গে সংযুক্ত একটি সিভিটি গিয়ারবক্স।

আরও পড়ুন: বাইকের গিয়ার বদলানোর সময় ক্লাচ ফুল প্রেস করবেন নাকি হাফ?

স্কুটারটিতে থাকছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন শক অ্যাবজর্বার। এই স্কুটির দাম দুই লাখ টাকার মধ্যেই হতে পারে। এই স্কুটার বাজারে আসলে প্রতিপক্ষ হতে হিরো জুম ১৬০ মডেল। 


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর