শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এক চার্জে প্রায় ৫০০ কিমি চলবে এই ইলেকট্রিক গাড়ি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

tata nexon ev price in bangaldesh

ভারতের টাটা মোটরস নতুন চমক নিয়ে বাজারে হাজির হলো। সম্প্রতি প্রতিষ্ঠানটি শক্তিশালী ব্যাটারির নয়া ইলেকট্রিক কার এনেছে। যার মডেল টাটা নেক্সন ইভি। এই গাড়ি ফুল চার্জে ৪৮৯ কিলোমিটার পথ চলতে পারবে। কেননা, এই গাড়িতে রয়েছে ৪৫ কিলোওয়াট আওয়ারের শক্তিশালী ব্যাটারি। দেশটির বাজারে ব্যাটারিচালিত গাড়িটি বিক্রি হচ্ছে ১৪ লাখ রুপিতে। 

টাটা নেক্সন ইভি মূলত একটি কমপ্যাক্ট এসইউভি। গাড়িটিতে রয়েছে প্যানোরামিক সানরুফ, ভেহিকেল টু লোড এবং ভেহিকেল টু ভেহিকেল চার্জিং প্রযুক্তি। অর্থাৎ এর ব্যাটারি থেকে বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্য গাড়ি চার্জ করা যাবে।


বিজ্ঞাপন


taa

টাটা মোটরস দাবি করছে,  নেক্সন ইভির ৪৫ কিলোওয়াট আওয়ার ভার্সনটি একটি ৬০ কিলোওয়াট ফাস্ট চার্জার ব্যবহার করে প্রায় ৪০ মিনিটের মধ্যে ১০-৮০ শতাংশ চার্জ করা যেতে পারে।

আরও পড়ুন: ভক্সওয়াগন ভারতে গাড়ি তৈরি করতে কারখানা খুলছে 

গাড়িটি কার্বন ব্ল্যাক এক্সটেরিয়র শেডের সঙ্গে এসেছে। যা এটিকে বাকি ভ্যারিয়েন্টগুলো থেকে আলাদা করে। এতে একটি পিয়ানো ব্ল্যাক ডার্ক ক্রোম টুডি টাটা লোগো রয়েছে। এছাড়া রয়েছে পিয়ানো ব্ল্যাক লোয়ার গ্রিল, একটি স্পেশাল ডার্ক মাসকট এবং চারকোল রুফ। পিয়ানো জেট ব্ল্যাক ১৬ ইঞ্চি অ্যালয় হুইলে ছুটবে গাড়িটি। 


বিজ্ঞাপন


tata2

ব্ল্যাক থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে লাল রঙ দেওয়া হয়েছে কেবিনে।  ড্যাশবোর্ডটি সাটিন মিডনাইট ব্ল্যাক ফিনিশ যুক্ত। এটি গ্রানাইট ব্ল্যাক কালারের। এই গাড়ির ইন্সট্রুমেন্ট ক্লাস্টারেও রেড #ডার্ক এডিশনের স্পেশাল ইউজার ইন্টারফেস দেওয়া হয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর