শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভক্সওয়াগন ভারতে গাড়ি তৈরি করতে কারখানা খুলছে 

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

Vox Wagen car in india

জার্মানির ভক্সওয়াগন ভারতে গাড়ি তৈরি করতে কারখানা খুলছে। তাদের সহায়তা করবে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কর্তৃপক্ষ। খবর অনুযায়ী, এই কোম্পানিতে দুই সংস্থার সমান সমান অংশীদারিত্ব থাকবে। মূলত জোর দেওয়া হবে ব্যাটারি চালিত এসইউভি তৈরির উপরেই। এই যৌথ সংস্থাটি ঘরোয়া এবং আন্তর্জাতিক বাজারের জন্য গাড়ি তৈরি করবে। ভবিষ্যতে গাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় জিনিস ভাগ করতেই এই যৌথ সংস্থা তৈরি করতে চলেছে মাহিন্দ্রা-ভক্সওয়াগন কর্তৃপক্ষ।

ভক্সওয়াগন কোম্পানি ভারতীয় শাখা সংস্থা স্কোদা অটো ভক্সওয়াগন ইন্ডিয়ার সঙ্গে যৌথ সংস্থা তৈরি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুরু করেছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কর্তৃপক্ষ। প্রস্তাবিত কোম্পানিতে দুই সংস্থার সমান সমান অংশীদারিত্ব থাকবে। ভবিষ্যতে গাড়ি তৈরির সময়, খরচ, প্রযুক্তি এবং ভেহিকল প্ল্যাটফর্ম ভাগ করে নিতে এই যৌথ সংস্থা তৈরি করতে চলেছে মাহিন্দ্রা-ভক্সওয়াগন কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


car-india

নতুন সংস্থা জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির মডেল তৈরির সুযোগ খতিয়ে দেখলেও ব্যাটারি চালিত এসইউভি তৈরির উপরেই বিশেষ জোর দেওয়া হবে। ঘরোয়া এবং আন্তর্জাতিক বাজারের জন্য গাড়ি তৈরি করবে যৌথ সংস্থাটি। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল একাধিক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা।

চলতি বছরের শেষেই যৌথ সংস্থা নিয়ে সরকারি ভাবে ঘোষণা করা হতে পারে বলেই তাঁদের দাবি। যদিও মাহিন্দ্রার তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। অন্য দিকে, স্কোদা অটো ভক্সওয়াগন ইন্ডিয়া-র এক মুখপাত্র বলেন, ‘বাজারে ঘুরতে থাকা জল্পনা নিয়ে আমরা কোনও মন্তব্য করতে চাই না।’

আরও পড়ুন: ‘মার্সিডিজ’ গাড়ির নামকরণের পেছনে রয়েছে এক মেয়ের অনুপ্রেরণার গল্প


বিজ্ঞাপন


বর্তমানে ভক্সওয়াগন এবং স্কোদা যে সমস্ত এসইউভি এবং সেডান মডেল বিক্রি করে সেগুলো যৌথ সংস্থা তৈরি করবে না। এমনকি বিলাসবহুল মডেল অডি এবং পোর্শাও তৈরি করবে না নতুন সংস্থাটি। পুনের চাকানে মাহিন্দ্রা এবং স্কোদা অটোর কারখানায় জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ি এবং ব্যাটারি চালিত এসইউভি তৈরি করা হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর