মোটরসাইকেলের জ্বালানি খরচ অত্যাধিক। তাই ইচ্ছা থাকলেও অনেকেই মোটরবাইক কেনার সিদ্ধান্ত থেকে সরে আসেন। কিন্তু এখনকার ইলেকট্রিক বাইকগুলোতে কোনো ধরনের জ্বালানি তেল লাগে না। এসব বাইক চলে ব্যাটারিতে। ব্যাটারি চার্জ হয় বিদ্যুতের মাধ্যমে। ফলে জ্বালানি খরচ একদমই নেই। বিদ্যুৎ খরচও সামান্য। বাজারে এমনই একটি ব্যাটারিচালিত বাইক আনল ভারতীয় বৈদ্যুতিক বাইক নির্মাণকারী সংস্থা রিভল্ট মোটরস। তাদের উদ্ভাবিত ই-বাইকের মডেল আরভি১।
এটি একটি কমিউটার ই-বাইক। এই নতুন সস্তা বাইকে সিঙ্গেল চার্জে যেতে পারবেন ১৬০ কিমি। যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট।
বিজ্ঞাপন

আরভি১ মডেলটি একটি পাওয়ারফুল মোটর দিয়ে সজ্জিত যা সহজেই শহরের যানজট কাটিয়ে গন্তব্যে যেতে পারে। ভারতে এই ই-বাইকটি দাম ৮৫ হাজার রুপির মধ্যে।
বাজারে আসতে না আসতেই রিভল্ট মোটরসের আরভি১ মডেলটি জনপ্রিয়তা পেয়েছে। এই বাইকটি তার আধুনিক ডিজাইন, দীর্ঘ রেঞ্জ এবং মূল্যের জন্য সুনাম কুড়াচ্ছে।
বিজ্ঞাপন
নতুন আরভি১ মডেল চারটি রঙের বিকল্পে পাওয়া যাবে এবং এর পেলোড বহন ক্ষমতা ২৫০ কেজি। যা অন্যান্য কমিউটার বাইকের তুলনায় বেশি। সংস্থাটি জানিয়েছে, এই নতুন বাইকের বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মাত্র ৫০০ রুপি টাকা দিয়ে সহজেই আপনি বুক করতে পারেন এই আকর্ষণীয় বাইকটি। সংস্থাটি ১০ দিনের মধ্যে ডেলিভারির প্রতিশ্রুতি দিয়েছে।

এই বাইকটি একটি স্মার্টফোন অ্যাপের সাথে সংযুক্ত করা যায়, যার মাধ্যমে আপনি বাইকের বিভিন্ন তথ্য যেমন ব্যাটারির স্তর, চার্জিং স্ট্যাটাস ইত্যাদি দেখতে পারবেন।
মডেলটিতে এবিএস ব্রেক সিস্টেম, ই-ব্রেক লক এবং রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমের মতো বিভিন্ন সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে।
এজেড

