বর্ষাকালে গাড়ির ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে বৃষ্টিতে ভিজে গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়। তাই এই সময়ে সতর্কতার সঙ্গে নিয়ম মেনে গাড়ি চালানো উচিত। জানুন বর্ষাকালে গাড়ির যত্ন।
বৃষ্টিতে গাড়ির লাইট ও তারের প্রথম ক্ষতি হয়। এই কারণে এই সব বিষয়ে আমাদের সব থেকে খেয়াল রাখতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে, বাইরে যাওয়ার আগে আমাদের গাড়ির ইলেকট্রনিক যন্ত্রাংশ ঠিক মতো কাজ করছে কি না। অনেক গাড়ির মালিকরাই বৃষ্টির মধ্যে সাধারণ ভুল যেটি করেন সেটি হল টায়ার উপেক্ষা করা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বৃষ্টিতে বাইকের ইঞ্জিন ভিজে স্টার্ট না নিলে করণীয় জানুন
টায়ার ক্ষতিগ্রস্ত হলে অবিলম্বে তাদের প্রতিস্থাপন করা উচিত। বর্ষাকালে, রাস্তায় প্রচুর আর্দ্রতা থাকে এবং ব্রেক কষলে সহজে গাড়িতে ব্রেক লাগে না। এমতাবস্থায় যে কোনও বড় দুর্ঘটনা রোধ করতে হলে এই সব বিষয় খতিয়ে দেখা দরকার।

গাড়ির জন্য রেইন গার্ড আবশ্যকঅনেক সময় বৃষ্টির কারণে সিট ভিজে গেলে গাড়িতে দুর্গন্ধ হতে পারে। আমাদের গাড়ির সিট যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করার জন্য বর্ষাকাল বা যে কোনও সময়ে সিটের উপরে একটি তোয়ালে রাখা উচিত। তোয়ালে শুধু গাড়ির সিট শুকনো রাখবে তাই নয়, এটি কেবিনের দুর্গন্ধও অনেকাংশে দূর করবে।
বিজ্ঞাপন
গাড়ির জন্য ওয়াটার প্রুফ কভারগাড়ির জন্য বিভিন্ন ওয়াটার প্রুফ কভারও পাওয়া যায়। এগুলো আমরা গাড়ির বাইরেও প্রয়োগ করতে পারি। এতে গাড়ির ভেতরে পানি প্রবেশ করবে না। যার কারণে আমাদের গাড়ি নিরাপদ থাকবে। এছাড়াও গাড়ির দরজায় রেইন গার্ড বসানোর ফলে প্রবল বৃষ্টিতেও গাড়ির ভেতরে কোনও ভাবে পানি ঢুকবে না।
এজেড

