তরুণরা তাদের মোটরসাইকেলকে আকর্ষণীয় দেখাতে নানা ধরনের মোডিফিকেশন করান। ছোটখাটো কিছু মোডিফিকেশন করালে ক্ষতি নেই। কিন্তু বড় ধরনের মোডিফিকেশন করালে আপনাকে শাস্তির মুখে পড়তে হতে পারে।
মোডিফিকেশন আইনত অবৈধ হলে সেই বাইক বাজেয়াপ্ত করা হতে পারে। তাই ভুল করেও এই ৫ ধরনের অবৈধ বাইক মোডিফিকেশন করা উচিত নয়। তাতে ট্রাফিক আইন লঙ্ঘন হলে মোটা টাকা জরিমানা হতে পারে।
বিজ্ঞাপন
তরুণ বাইক চালকরা প্রায়ই তাদের বাইকে বিভিন্ন ধরনের পরিবর্তন অর্থাৎ মোডিফিকেশন করে থাকেন। এসব পরিবর্তনের কারণে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
প্রকৃতপক্ষে, এই পরিবর্তনগুলোর মধ্যে অনেকগুলো আইনত নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে, এই প্রতিবেদনে জানানো হলো বাইক মডিফিকেশন সম্পর্কে সঠিক তথ্য। যা আপনার মোডিফিকেশন সিদ্ধান্তকে সঠিক দ্বারপ্রান্তে নিয়ে যেতে সহায়তা করবে।
স্ট্যান্ডার্ড সাইজ এবং ফন্ট থেকে ভিন্ন নম্বর প্লেট থাকা বেআইনি এবং এর জন্য যে কাউকে জরিমানা দিতে হতে পারে। অর্থাৎ আইন অনুযায়ী সঠিক সাইজের নম্বর প্লেট লাগাতে হবে নিজেদের বাইকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মোটরসাইকেলের ইঞ্জিন থেকে কখন কালো ধোঁয়া বের হয়?
সঠিক সাইজ ছাড়াও সঠিক ফন্টের নম্বর ব্যবহার করতে হবে বাইকের নম্বর প্লেটে। এই দুটির অন্যথা হলে, যেকোনও সময় সেই বাইকের জরিমানা হতে পারে এবং প্রয়োজনে সেই বাইক বাজেয়াপ্ত করা হতে পারে।
অননুমোদিত হেডলাইট এবং টেললাইট সমস্যার কারণ। অত্যধিক উজ্জ্বল হেডলাইট এবং টেললাইট ইনস্টল করা অন্যান্য চালকদের জন্য বিপদ ডেকে আনতে পারে, কেন না এটিও বেআইনি। এমন করলে যে কোনও সময় জরিমানা করা হতে পারে এবং প্রয়োজনে সেই বাইক বাজেয়াপ্ত করা হতে পারে।
স্ট্যান্ডার্ড সিটের উচ্চতার চেয়ে বেশি উচ্চতার সিট ইনস্টল করা নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। এর ফলে বাইকের মালিককে জরিমানা দিতে হতে পারে এবং প্রয়োজনে সেই বাইক বাজেয়াপ্ত করা হতে পারে।
রেজিস্ট্রেশনে উল্লেখিত রঙ ব্যতীত অন্য কোনও রঙ বা অবৈধ স্টিকার লাগানো বেআইনি। এই ক্ষেত্রেও বাইকের মালিকের জরিমানা হতে পারে এবং প্রয়োজনে সেই বাইক বাজেয়াপ্ত করা হতে পারে।
একটি অত্যধিক শব্দযুক্ত সাইলেন্সার ইনস্টল করা বেআইনি। এটি শব্দ দূষণ সৃষ্টি করে এবং এর ফলে চালান কাটা হতে পারে। এছাড়াও প্রয়োজনে সেই বাইক বাজেয়াপ্ত করা হতে পারে।
এজেড