বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ঢাকা

মোটরসাইকেলের ইঞ্জিন থেকে কখন কালো ধোঁয়া বের হয়?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ এএম

শেয়ার করুন:

মোটরসাইকেলের ইঞ্জিন থেকে কখন কালো ধোঁয়া বের হয়?

অনেকেরই প্রিয় বাহন মোটরসাইকেল। দ্বিচক্রযানে দুনিয়া ঘোরার মজাই আলাদা। তবে স্কুটার বা বাইকের সঠিক রক্ষণাবেক্ষণ জরুরী। নাহলে সমস্যায় পড়তে হয়। কীরকম?

যেমন অনেক সময় সাইলেন্সর থেকে কালো ধোঁয়া বের হয়। অনেকেই খুব একটা পাত্তা দেন না। কিন্তু বিষয়টা গুরুতর। সাইলেন্সর থেকে কালো ধোঁয়া বেরতে দেখলে সাবধান। বাইকের জন্য এটা মোটেও ভালো নয়। বুঝতে হবে কিছু সমস্যা হয়েছে। বিশেষ করে ইঞ্জিনে।


বিজ্ঞাপন


ঘন কালো ধোঁয়ার কারণ

সাইলেন্সর থেকে কালো ধোঁয়া বের হলে বুঝতে হবে, বাইকের ইঞ্জিন অয়েল শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে তেল না বদলালে ইঞ্জিন খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া ফুয়েল ইনজেক্টর, কার্বুরেটর বা ফুয়েল পাম্পের ত্রুটির কারণেও সাইলেন্সর থেকে কালো ধোঁয়া বের হতে পারে।

smoke

এয়ার ফিল্টারে নোংরা জমলে বা কিছু আটকে থাকলে ইঞ্জিনে বাতাস যায় না। ফলে কালো ধোঁয়া বের হয়। অনেক সময় ইঞ্জিনের উপাদানগুলো পুরনো হয়ে যায়, সেই কারণেও কালো ধোঁয়া বের হতে পারে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সকালে বাইক স্টার্ট করার সময় ৯৯% মানুষ এই ভুলটাই করে

আবার ইঞ্জিন যখন পর্যাপ্ত বায়ু বা জ্বালানি পায় না, তখন জ্বালানি সম্পূর্ণরূপে পুড়ে যায় না, যার ফলে কালো ধোঁয়া ও কালি হয়। ভুল ইঞ্জিন অয়েল ব্যবহারের কারণেও কালো ধোঁয়া বের হতে পারে। তাই গাঢ় কালো ধোঁয়া বেরলে অবহেলা করা উচিত নয়।

dul-vai

নতুনের সঙ্গে পুরনো ইঞ্জিন অয়েল মেশানো উচিত নয়

নতুন ও পুরনো ইঞ্জিন অয়েল মেশানো উচিত নয়। পুরনো ইঞ্জিন অয়েল পুরোটা বের করে নেওয়ার পরই নতুন ইঞ্জিন অয়েল ঢালা উচিত।

পুরনো ও নতুন ইঞ্জিন অয়েল মেশালে বাইকের ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। অনেক সময় এই কারণেও কালো ধোঁয়া বের হয়। ইঞ্জিন ভালো রাখতে চাইলে বাইকে সবসময় নামী কোম্পানির ইঞ্জিন অয়েল লাগানো উচিত।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর