মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাইকের এই একটি সুইচ মাইলেজ বাড়িয়ে দিতে পারে বহুগুণ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

tips

প্রায় সব মোটরসাইকেলে ইঞ্জিন কিল সুইচ বা ইগনিশন সুইচ থাকে। এই সুইচটিকে অনেকে যাদু সুইচ নামেও চেনেন। এটি একটি নিরাপত্তা বৈশিষ্ট্য হিসাবে দেওয়া থাকে। এই বাটন বন্ধ হয়ে গেলে, বাইকের ইঞ্জিন অবিলম্বে বন্ধ হয়ে যায় এবং চাবিটি ইগনিশনে থাকলেও বাইকটি চালু হয় না।

আরও পড়ুন: প্রিমিয়াম মোটরসাইকেল এলো, দাম গাড়ির চেয়েও বেশি


বিজ্ঞাপন


কিল সুইচের মূল উদ্দেশ্য হল দ্রুত বাইক বন্ধ করতে সাহায্য করা। বিশেষ করে যখন কেউ জরুরি অবস্থায় থাকে। এছাড়া বাইক পার্কিং করার সময় কিল সুইচ বন্ধ করে রাখলে বাইক স্টার্ট করা চোরদের জন্য কঠিন হয়ে পড়ে। তারা প্রায়শই এই বাটন সম্পর্কে অবগত থাকে না এবং কেন বাইকটি চালু হচ্ছে না, তা বুঝতে পারে না। সুতরাং, এই বাটন চোরকে ফাঁকি দিতে সহায়ক প্রমাণিত হতে পারে। অতএব, কেউ যদি নিজেদের বাইকটি কোথাও পার্ক করে, তাহলে কিল সুইচটি বন্ধ করা একটি ভালো পদক্ষেপ হতে পারে, যাতে বাইকটি নিরাপদ থাকে।

kill3

বাইকের কিল সুইচ হল একটি নিরাপত্তা যন্ত্র, যা তাৎক্ষণিকভাবে ইঞ্জিন বন্ধ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত হ্যান্ডেলবারের ডান পাশে, থ্রোটলের কাছাকাছি মাউন্ট করা হয়। যখন কিল সুইচটি ‘অফ’ অবস্থানে চালু করা হয়, এটি ইগনিশন সিস্টেমকে অক্ষম করে, ইঞ্জিনে প্রয়োজনীয় বিদ্যুতের প্রবাহ বন্ধ করে এবং অবিলম্বে বাইকটিকে বন্ধ করে দেয়।

বৈদ্যুতিক সার্কিট ভাঙা


বিজ্ঞাপন


কিল সুইচ ইঞ্জিনের ইগনিশন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। কেউ যখন কিল সুইচটি ‘অফ’ করে, এটি ইগনিশন সার্কিটটি ভেঙে দেয়। এর মানে হল যে ইগনিশন কয়েল ব্যাটারি থেকে শক্তি গ্রহণ করতে অক্ষম, ফলে স্পার্ক প্লাগ কাজ করছে না। ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

stop

ইঞ্জিনের দ্রুত শাটডাউন

কিল সুইচের মূল উদ্দেশ্য হল দ্রুত এবং নিরাপদে ইঞ্জিন বন্ধ করা। এটি বিশেষভাবে উপযোগী যখন হঠাৎ বাইক বন্ধ করার প্রয়োজন হয়, যেমন জরুরি অবস্থায়, যখন দ্রুত ইঞ্জিন বন্ধ করার প্রয়োজন হয়।নিরাপত্তা: কিল সুইচ ব্যবহার করে পার্কিং করার সময় নিজেদের বাইকটিকে নিরাপদ রাখা যেতে পারে। কিল সুইচ অফ পজিশনে থাকলে বাইক চালু করা চোরদের পক্ষে কঠিন হয়ে পড়ে। কারণ তারা জানে না কীভাবে এটি চালু করতে হয়।

ব্লকিং স্টার্টিং

কিল সুইচ বন্ধ অবস্থায় থাকলে ইঞ্জিন চালু করা সম্ভব নয়। সুতরাং, যখনই কেউ বাইকটি চালু করতে অক্ষম হয়, প্রথমে নিশ্চিত করতে হবে যে কিল সুইচটি অন অবস্থানে রয়েছে কি না।কিল সুইচটি সঠিকভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ, এবং কেউ যখনই ইঞ্জিন বন্ধ করতে চায় তখন এটি ব্যবহার করার অভ্যাস করা গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া প্রদান করে না, এটি বাইকের নিরাপত্তাও বাড়ায়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর