মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রিমিয়াম মোটরসাইকেল এলো, দাম গাড়ির চেয়েও বেশি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

BIKE

মোটরসাইকেলের বাজারে এলো প্রিমিয়াম সেগমেন্টের নতুন বাইক। যা এনেছে ব্রিটিশ প্রতিষ্ঠান ট্রায়াম্ফ। মডেল ডেটোনা ৬৬০। এই মোটরবাইকের দাম আকাশচুম্বী। বাইকটি কিনতে বাংলাদেশি টাকায় খরচ করতে হবে ১২ লাখ টাকারও বেশি। 

পূর্বসূরী মডেলের তুলনায় ভিন্ন ডিজাইনসহ এসেছে ট্রায়াম্ফ ডেটোনো ৬৬০। এতে ডেটোনো ৬৭৫ মডেল থেকে বেশ কিছু নকশা নেওয়া হয়েছে। এতে রয়েছে একটি স্বচ্ছ উইন্ডস্ক্রিন যুক্ত স্প্লিট এলইডি হেডলাইট। আগের চাইতে এটি আকার আকৃতিতে সামান্য বড়। আবার তুলনামূলক বেশি অফ-রোডিং ফিচার দ্বারা সমৃদ্ধ হয়ে এসেছে।


বিজ্ঞাপন


ATAA

এই সুপারস্পোর্টস মোটরসাইকেলে রয়েছে একটি ৬৬০ সিসি, থ্রি-সিলিন্ডার ইঞ্জিন। এই একই ইঞ্জিন ট্রায়াম্ফ ট্রাইডেন্ট ৬৬০ এবং টাইগের স্পোর্ট ৬৬০ মডেলেও ব্যবহৃত হয়েছে। এটি থেকে ১১,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৯৫ বিএইচপি শক্তি এবং ৮,২৫০ আরপিএম গতিতে ৬৯ এনএম টর্ক উৎপন্ন হবে।

আরও পড়ুন: অ্যাডভেঞ্চার বাইক আনছে কেটিএম

উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে ট্রায়াম্ফ ডেটোনা ৬৬০-তে রয়েছে অল-এলইডি ইলুমিনেশন, তিনটি রাইডিং মোড (রেইন, রোড ও স্পোর্ট) এবং ডুয়েল চ্যানেল এবিএস। হার্ডওয়্যারের মধ্যে এতে দেওয়া হয়েছে ৪১ মিমি শোয়া এসএফএফ-বিপি ইউএসডি ফর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টেবল সাসপেনশন।


বিজ্ঞাপন


DATANA
 
এছাড়া রয়েছে ৩১০ মিমি ফ্রন্ট ডিস্ক এবং ২২০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক। বর্তমানে এর বুকিং শুরু হয়েছে। বাজারে এর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে কাওয়াসাকি নিনজা ৬৫০ মডেল।

স্নোডোনিয়া হোয়াইট, সাটিন গ্রানাইট এবং কার্নিভাল রেড – এই তিন কালারে বেছে নেওয়া যাবে বাইকটি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর