মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অ্যাডভেঞ্চার বাইক আনছে কেটিএম

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

ktm bike

যারা মোটরসাইকেল নিয়ে ভ্রমণে যেতে ভালোবাসেন তাদের জন্য সুখবর। বিখ্যাত অটোমোবাইল ব্র্যান্ড কেটিএম আনছে নতুন অ্যাডভেঞ্চার বাইক। যার মডেল কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এন্ডুরা। ইতিমধ্যে সড়কে এই বাইকের পরীক্ষা-নীরিক্ষা সম্পন্ন হয়েছে।  

ktm


বিজ্ঞাপন


কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার মডেল থেকে এই বাইক কিছুটা ছোট। নতুন মডেলে রয়েছে ছোট হেডলাইট ও এন্ডুরা স্টাইল ফেন্ডার। আবার তুলনামূলক শার্প এক্সটেনশন ট্যাঙ্কের দেখা পাওয়া গেছে। এছাড়া রয়েছে সিঙ্গেল পিস স্লিম বেঞ্চ সিট ও ছিমছাম রিয়ার সেকশন। 

advenutre

কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এন্ডুরা-তে থাকছে একটি ইউএসডি ফ্রন্ট ফর্ক, মোনোশক সাসপেনশন, ২১ ইঞ্চি ফ্রন্ট ও ১৭ ইঞ্চি রিয়ার স্পোক হুইল। এর সঙ্গে থাকবে এবিএস, ট্রাকশন কন্ট্রোল। আবার ফুল এলইডি ইলুমিনেশন ও ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ হাজির হবে এই বাইক। 

আরও পড়ুন: টিভিএস ১১০ সিসির নতুন স্কুটার আনল


বিজ্ঞাপন


সব ঠিকঠাক চললে আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে পা রাখবে কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার  এন্ডুরা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর