শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পুরনো গাড়ি বিক্রির সময় বেশি দাম পেতে চাইলে মানুন এসব টিপস

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ১০:১১ এএম

শেয়ার করুন:

car

অনেকেই গাড়ি পুরনো হলে বিক্রি করে দেন। কিন্তু, সঠিক দাম পান না। সেকেন্ড হ্যান্ড গাড়ি বাজারে পুরনো চার চাকার দাম শুনে হতাশ হন মালিকেরা। এত খরচ করার পর যদি সঠিক দামটুকু না পাওয়া যায় তাহলেই মুশকিল। তবে এই ৫ টিপস মেনে চললে গাড়ি বিক্রি করে পাবেন মোটা টাকা।

ইঞ্জিন সার্ভিসিং


বিজ্ঞাপন


চার চাকা বিক্রি করার আগে অবশ্যই ইঞ্জিনের সার্ভিসিং করুন। বহু মানুষ ইঞ্জিন ঠিক মতো যাচাই না করেই বিক্রি করার চেষ্টা করেন সেই গাড়ি। যিনি সেই গাড়ি কিনবেন তিনি যদি ইঞ্জিন যাচাই করে কোনও সমস্যা দেখেন তাহলে দাম কমিয়ে দিতে পারেন। এমনকি গাড়ি কেনার সিদ্ধান্তও পরিবর্তন করতে পারেন।

car

বডি পেইন্টের খেয়াল রাখুন

আপনি যদি গাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে অবশ্যই বডি পেইন্টের যত্ন নিন। কারণ ক্রেতার কাছে গাড়ির প্রথম ইম্প্রেশনও যদি খারাপ হয় তাহলেই মুশকিল। মনের মতো দাম পাওয়া যাবে না। গাড়ির বডি পেইন্ট ভালো আছে কিনা, কোথাও ডেন্ট বা স্ক্র্যাচ রয়েছে কিনা তা ভালো করে পরীক্ষা করা উচিত।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হুন্দাই আনল সিএনজি-চালিত গাড়ি, মাইলেজ দুর্দান্ত

গাড়ির ইন্টিরিয়র

ইন্টিরিয়রের উপর অনেক কিছু নির্ভর করে। কারণ এখানেই থাকে একাধিক যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, গিয়ার, স্টিয়ারিং, ড্যাসবোর্ডসহ একাধিক পার্টস থাকে। সেই সব পার্টসের মধ্যে কোনও কিছু যদি খারাপ হয়, তাহলে দ্রুত সারিয়ে ফেলুন। ক্ষতিগ্রস্ত ইনস্ট্রুমেন্ট প্যানেল বা ইন্টিরিয়র থাকলেই সেই গাড়ির দাম কমিয়ে দেবেন ক্রেতা। তাই এই বিষয়ে সতর্ক থাকা উচিত।

car23

গাড়ির সমস্ত ডকুমেন্ট ঠিক রাখুন

আপনি যদি গাড়িটি মনের মতো দামে বিক্রি হোক, তাহলে সমস্ত ডকুমেন্ট ঠিক রাখুন। কোনও ডকুমেন্ট যেন অবৈধ বা মেয়াদ উত্তীর্ণ না হয়। বহু গ্রাহক আছেন যারা গাড়ি কেনার সময় এই সমস্ত ডকুমেন্ট খতিয়ে দেখেন। এর জন্য বাড়তি টাকাও খরচ হতে পারে। গাড়ির সমস্ত ডকুমেন্ট ঠিক রাখা উচিত।

tips

সার্ভিস রেকর্ড মেইনটেন করতে হবে

গাড়ির সার্ভিস রেকর্ডেই সমস্ত ছলচাতুরী ধরা পড়ে যায়। তাই বড় ধরনের কোনও সমস্যা এড়াতে সার্ভিস রেকর্ড সঙ্গে রাখুন। এটি গ্যারান্টি কার্ডের মতো কাজ করে। যার উপর গ্রাহক বিশ্বাস করে সেই গাড়ি কেনার সিদ্ধান্ত নেন। এই সার্ভিস রেকর্ডের উপর ভর গাড়ির মূল্য নির্ধারণ করে থাকেন অনেকে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর