দক্ষিণ কোরিয়ার বহুজাতিক অটোমোবাইল কোম্পানি হুন্দাই তাদের এক্সটার মডেলের গাড়ি সিএনজি ভার্সনে বাজারে আনল। এটি একটি কমপ্যাক্ট এসইউভি।
এই গাড়িতে মিলবে ডুয়াল সিলিন্ডার টেকনোলজি।
বিজ্ঞাপন
২০২৩ সালে সালে হুন্দাই এক্সটার সিএনজি প্রথম বাজারে আনে। এবার এলো এই গাড়ি ডুয়াল সিলিন্ডার টেকনোলজি। গাড়ির তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে।

হুন্দাই এক্সটার ডুয়েল সিএনজি ভার্সন
এই গাড়িতে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন এবং দুইটি সিএনজি সিলিন্ডার। সঙ্গে ৫ স্পিড গিয়ার। সিঙ্গেল সিলিন্ডারের বদলে গাড়িতে রয়েছে ডুয়াল সিলিন্ডার। ইসিইউ ইউনিটের মাধ্যমে দুই জ্বালানি সিস্টেমে সুইচ করা যায় গাড়ি। দুই সিলিন্ডারে সিএনজি ক্যাপাসিটি ৬০ লিটার। প্রতি কেজি গ্যাসে এই গাড়ি ২৭ কিলোমিটার মাইলেজ দিতে পারে।
বিজ্ঞাপন
তবে দুইটি সিএনজি সিলিন্ডার থাকায় গাড়ির বুট স্পেস যে কমে যেতে পারে। আসলে এটি এমন একটি টেকনোলজি যার মাধ্যমে সিএনজি সিলিন্ডারও রাখা যাবে এবং গাড়ির বুট স্পেসও কমবে না। গাড়িতে মজুত একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন। টাচস্ক্রিন ইনফোটেমেন্ট সিস্টেম, ওয়্যারলেস চার্জিং, ছয়টি এয়ারব্যাগসহ একাধিক ফিচার্স উপস্থিত এক্সটারে।

গাড়ির তিনটি মডেলে পাওয়া যাবে ডুয়াল সিলিন্ডার টেকনোলজি। এগুলো এস, এসএক্স এবং এসএক্স নাইট এডিশন। বেস ভার্সনের দাম শুরু সাড়ে আট লাখ রুপি থেকে।
এই মুহূর্তে বাজারে তিনটি সিএনজি গাড়ি বিক্রি করে হুন্দাই। এগুলো হলো এক্সটার, অরা এবং গ্র্যান্ড আইটেন নিওস।
এজেড

