শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

4WD Car

কিছু প্রাইভেট কারের গায়ে 4×4 লেখা কেন?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৪, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

car

খেয়াল করলে দেখবেন কিছু কিছু প্রাইভেট কারে 4×4 লেখাটি থাকে। এই লেখা বা চিহ্ন ওসব গাড়িতেই দেখতে পাওয়া যায়, যেসব গাড়ি জিপ কিংবা অফরোডার। 4×4 এর অর্থ জানেন না অনেকেই। এর কাজই বা কী তাও অজানা। 

কেন নতুন গাড়ি কেনার আগে আপনার জন্য এটা জানা জরুরি? আপনি যদি কখনও গাড়িতে 4×4 এর পরিবর্তে 4WD লেখা দেখেন, তাহলে আপনাকে বিভ্রান্ত হতে হবে না, উভয় পদের অর্থ একই।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ট্রাকের পেছনে কেন লেখা থাকে 'Horn Ok Please’

যদিও বাজারে অনেক গাড়ি আছে যা 4WD  ফিচারে সঙ্গে আসে, কিন্তু আজ আমরা আপনাকে এমন পাঁচটি মডেলের কথা বলব যেগুলোতে আপনি পাবেন ফোর হুইল ড্রাইভ সিস্টেম।

car

গাড়িতে লেখা  4×4 কী


বিজ্ঞাপন


4×4 বা 4WD হল এমন একটি সিস্টেম যেখানে গাড়ির ইঞ্জিন গাড়ির চারটি চাকায় সমানভাবে শক্তি পাঠায়। উন্নত ট্র্যাকশন কন্ট্রোলসহ ফোর-হুইল ড্রাইভ সিস্টেম ভেজা, তুষারময় এবং অফ-রোডিং অভিজ্ঞতা বাড়াতে কাজ করে। এর মানে হল যে কেউ চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও একটি দুর্দান্ত ড্রাইভিং অভিজ্ঞতা দেয়।

car_inner

কোনো অবস্থাতেই গাড়ি যাতে রাস্তায় আটকে না যায় তার জন্য টায়ারের বেশি শক্তির প্রয়োজন হয় এবং সেই সময়ে এই ব্যবস্থাটি কাজে আসে। সাধারণ রাস্তায় এই সিস্টেমটি দুই চাকা ড্রাইভ মোডে কাজ করে। 

drive

যেসব গাড়িতে ফোর হুইল ড্রাইভ পাবেন

মাহিন্দ্রা স্কোরপিওন
ফোরর্স গুর্খা
জিপ কম্পাস
টয়োটা ফরচুনার
এমজি গ্লোস্টার।

এই পাঁচটি গাড়ি ফোর হুইল ড্রাইভ। এছাড়াও আরও অনেক মডেল ও ব্র্যান্ডের গাড়িতেও এই সুবিধা পাবেন। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর