বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

সবচেয়ে ছোট ও কম দামের ইলেকট্রিক গাড়ি এটাই

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

e car

সবচেয়ে ছোট ও কম দামের ইলেকট্রিক গাড়ি তৈরি করেছে এমজি মোটরস। বিট্রিশ এই প্রতিষ্ঠানের বৈদ্যুতিক গাড়ি টাটাকেও টেক্কা দিয়েছে। যার মডেল এমজি কমেট। ফুল চার্জে দুর্দান্ত রেঞ্জ এবং কম্প্যাক্ট সাইজের জন্য এই গাড়ি অটোমোবাইল বাজারে চমক সৃষ্টি করেছে। বাজেট যাদের কম এবং একটি পরিবেশবান্ধব বিকল্পের সঙ্গে যেতে চাইছেন, তাদের জন্য এই গাড়ি বেশ ভালো বিকল্প।

আরও পড়ুন: মাহিন্দ্রা থার আসছে সানরুফ ও আধুনিক সুরক্ষা ফিচারে


বিজ্ঞাপন


টাটা ন্যানো, মারুতি অল্টোর মতো আয়তনে ছোট গাড়ির প্রতি ক্রেতাদের উৎসাহ দেখার মতো। কিন্তু, দুই গাড়ির দাপট বর্তমান সময়ে আর নেই বললেই চলে। সেই সুযোগকে কাজে লাগিয়ে চমক দিয়েছে এমজি। ছোট গাড়ির ধারা বজায় রেখেছে এমজি কমেট ইলেকট্রিক গাড়ি হাজির হয়েছে দেশে। পরিবেশবান্ধব হওয়ার বাড়তি নজর কেড়েছে এই চার চাকা।

comet

বর্তমানে গাড়ির দাম শুরু ভারতে ৭ লাখ রুপি থেকে। এমজি কমেটের নিকটবর্তী প্রতিপক্ষ রয়েছে টাটা টিয়াগো ইভি। যার এক্স শোরুম দাম শুরু আট লাখ রুপি।

সিটি রাইডিংকে আরও সহজলভ্য করে তোলার এই প্রচেষ্টাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। আবার কারও মতে, ভারতের মতো প্রতিযোগিতামূলক গাড়ি বাজারে এই মডেল কতটা টিকতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এমজি কমেট ভারতের গাড়ি বাজারে এখনও বিরাট কোনও চমক না ফেলেনি। বিক্রির নিরিখে অন্যান্য ইভির থেকে বেশ কিছুটা পিছিয়ে।


বিজ্ঞাপন


চলতি বছর জানুয়ারি থেকে মে মাসের মধ্যে সাড়ে চার হাজার এমজি কমেট বিক্রি হয়েছে বাজারে। 

mg

এমজি কমেটে রয়েছে ১৭.৩ কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক, যা ফুল চার্জে ২৩০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। গাড়ির সঙ্গে যে ৩.৩ কিলোওয়াট চার্জার দেওয়া হয়, তা দিয়ে গাড়ি ০-১০০ শতাংশ চার্জ করতে সময় লাগে ৭ ঘণ্টা। গাড়ির সঙ্গে ফাস্ট চার্জিংও নিতে পারেন।

গাড়িতে ফিচার্স রয়েছে ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যানড্রয়েড ও অ্যাপল কারপ্লে, কানেক্টেড লাইট, টু স্পোক মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল, এলইডি লাইটিং, এয়ার কন্ডিশনিং ইত্যাদি। এই গাড়িতে ৫৫টির বেশি কানেক্টেড কার ফিচার্স রয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর