মাহিন্দ্রার জনপ্রিয় অফরোড কার থার। এই গাড়ি এবার আসছে সানরুফ ও অত্যাধুনিক সুরক্ষা ফিচার নিয়ে। এই গাড়িতে যোগ হচ্ছে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স এবং প্যানারমিক সানরুফ। বর্তমানে যে থার পাওয়া যায় তা ৩ দরজার। কিন্তু, যে নতুন থার আসছে তা ৫ দরজার। এই গাড়িতে একাধিক নতুন ফিচার্স পাওয়া যাবে, যা বর্তমান থারে নেই।
২০২৪ সালে মাহিন্দ্রার সবথেকে বড় লঞ্চ হতে চলেছে ৫ দরজার থার। এই গাড়ির প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে কোম্পানি। এই গাড়িতে কী ফিচার্স থাকবে তা লঞ্চ হওয়ার আগেই ফাঁস হয়ে গিয়েছে। এক রিপোর্ট অনুযায়ী, নতুন মাহিন্দ্রা থারে মিলবে প্যানারমিক সানরুফ এবং অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম লেভেল ২।
বিজ্ঞাপন
নতুন গাড়ির নাম রাখা হয়েছে মাহিন্দ্রা থার আর্মাডা। ১৫ অগাস্ট এই ৫ দরজার থার লঞ্চ করতে পারে মাহিন্দ্রা। ইতিমধ্যে ব্যবসায়িক মহলে গাড়ি নিয়ে চর্চা শুরু হয়েছে। গাড়ির যে টপ ভ্যারিয়েন্ট থাকবে তাতে ডুয়াল পেন সানরুফ পাওয়া যাবে। যে মিড ভ্যারিয়েন্ট থাকবে তাতে সিঙ্গেল পেন সানরুফ পাওয়া যাবে।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী গাড়ি এলো
অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমের অধীনে পাওয়া যাবে লেন কিপ অ্যাসিস্ট, ব্লাইন্ড স্পট মনিটরিং, কলিসন ওয়ার্নিং এবং অ্যাসিস্ট্যান্স ফিচার্স। এটি গাড়ির সুরক্ষার মান বাড়াবে বলে মনে করছে মাহিন্দ্রা। দেশজুড়ে বাড়তে থাকা সড়ক দুর্ঘটনার কথা মাথায় রেখে। এই ফিচার্স ভীষণ জরুরি হতে পারে গাড়ি চালকদের জন্য।
বিজ্ঞাপন
মাহিন্দ্রা থার আর্মাডা-তে আর কী থাকবে?
৫ দরজার থারে মিলবে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, এলইডি লাইটিং ইত্যাদি। এই গাড়িতে তিন ধরনের চাকা পাওয়া যাবে - বেস মডেলে স্টিল হুইল, মিড ভ্যারিয়েন্টে অ্যালয় হুইল এবং টপ ভ্যারিয়েন্টে ডায়মন্ড কাট অ্যালয় হুইল।
মাহিন্দ্রা থারের নতুন মডেলের ইঞ্জিন ও পারফরম্যান্স
এই চার চাকায় তিন ধরনের ইঞ্জিন স্পেসিফিকেশন পাওয়া যাবে। বেস মডেলে থাকবে ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন, তারপর মিলবে ২.২ লিটার ডিজেল ইঞ্জিন এবং 2 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। বেস মডেলে থাকতে পারে রিয়ার হুইল ড্রাইভ সেটআপ এবং বাকি মডেলগুলোতে পাওয়া যাবে ফোর হুইল ড্রাইভ সেটআপ।
গাড়ির সেফটি ফিচার্সের ক্ষেত্রে ছয়টি এয়ারব্যাগ এবং লেভেল ২ অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম পাওয়া যাবে। সিটি রাইডিংয়ের পাশাপাশি অফ-রোডিং গাড়ি হিসাবেও জনপ্রিয় মাহিন্দ্রা থার। তাই এই সকল ফিচার্স ও ফোর হুইল ড্রাইভ চালকদের বাড়তি সুবিধা দিতে পারে।
মাহিন্দ্রা থার আর্মাডার দাম এখনও অস্পষ্ট, ভারতে এই গাড়ি লঞ্চ হলে বেশ কয়েকটি গাড়ি চ্যালেঞ্জের মুখে পড়বে। এর মধ্যে রয়েছে মারুতি জিমনি এবং ফোর্স গুর্খা। দুই গাড়িই থারের মূল প্রতিপক্ষ। এখন দেখার বিষয় দুই গাড়িকে কেমন টেক্কা দেয় নতুন থার আর্মাডা।
এজেড