বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ঢাকা

সিট্রয়েন নিয়ে এসেছে ‘ধোনি এডিশন’

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৪, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

সিট্রয়েন নিয়ে এসেছে ‘ধোনি এডিশন’

ফ্রান্সের গাড়ি প্রস্তুকারক প্রতিষ্ঠান সিট্রয়েন বাজারে নিয়ে এসেছে ‘ধোনি এডিশন’। এই মুহূর্তে সিট্রয়েন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাই ধোনির নামে বিশেষ গাড়ি লঞ্চ করল সংস্থাটি।

গাড়িটির মাত্র ১০০ ইউনিট বাজারে নিয়ে এসেছে সিট্রয়েন। ১৮ জুন থেকে শুরু হয়েছে বুকিং। দেশজুড়ে কোম্পানির যে শোরুম রয়েছে সেখান থেকে বুকিং করা যাবে এই বিশেষ এডিশনের গাড়ি।


বিজ্ঞাপন


এই চার চাকা মূলত একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল। এর মূল আকর্ষণ হচ্ছে ডিজাইন। এতে রয়েছে ডুয়েল পেইন্ট স্কিম। সিট কভার, কুশন, সিটবেল্ট, ফ্রন্ট ড্যাসক্যাম সব নীল রংয়ের। গাড়ির প্রতিটি ইউনিটের সঙ্গে উপহার হিসেবে গাড়ির সঙ্গে মিলবে ধোনির সাইন করা একটি গ্লাভস।

dhoni3

গাড়িটিতে রয়েছে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন সর্বোচ্চ ১০৮ হর্সপাওয়ার এবং ২০৫ এনএম টর্ক তৈরি করতে পারে। মিলবে অটোমেটিক ট্রান্সমিশন। গাড়ির বুট সেস ৪৪৪ লিটার এবং মাইলেজ লিটারে ১৭.৬ কিলোমিটার। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ৪৫ লিটার। পাওয়া যাবে ৫ ও ৭ সিট ভ্যারিয়েশনে।

ফিচার্সের মধ্যে রয়েছে— ১০.২৩ ইঞ্চি টাচস্ক্রিন ও ব্লুটুথ কানেক্টিভটি, অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট, ৭ ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে ও প্রিমিয়াম কেবিন, ডুয়েল এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং, সেন্ট্রাল লকিং, সিট বেল্ট ওয়ার্নিং, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, রিয়ার ক্যামেরা ও হিল অ্যাসিস্ট।

dhoni

সিট্রয়েন সি৩ এয়ারক্রস ধোনি এডিশন গাড়ির দাম রাখা হয়েছে ১১.৮২ লাখ রুপি (এক্স-শোরুম)।

উল্লেখ্য, ভারতে ৪টি গাড়ি বিক্রি কর সিট্রয়েন। এগুলি হলো— সিট্রয়েন সি৩ এয়ারক্রস, সিট্রয়েন সি৩, সিট্রয়েন সি৫ এয়ারক্রস এবং সিট্রয়েন ইসি৩। এর মধ্যে একটি ইলেকট্রিক গাড়িও রয়েছে।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর