বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ঢাকা

তিন ধরনের ইঞ্জিনের সঙ্গে আসছে হুন্ডাই ক্রেটার নতুন মডেল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৪, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

তিন ধরনের ইঞ্জিনের সঙ্গে আসছে হুন্ডাই ক্রেটার নতুন মডেল

হুন্ডাই ক্রেটা গাড়িটির একটি নতুন মডেল আসতে যাচ্ছে ভারতে। ইতোমধ্যে হুন্ডাই ক্রেটা ফেসলিফট (Hyundai Creta Facelift) ২০২৪ ভার্সনের গাড়িটির বুকিং শুরু হয়ে গেছে। এজন্য মাত্র ২৫ হাজার টাকা খরচ করতে হবে। নতুন মাঝারি আকারের এই এসইউভিটি আগামী ১৬ জানুয়ারি বাজারে আসবে। ভারতের সব হুন্ডাই ডিলারশিপ থেকেই গাড়িটি বুক করা যাবে। এছাড়াও হুন্ডাইয়ের ক্লিক টু বাই অনলাইন প্ল্যাটফর্ম থেকেও গাড়িটি বুক করার সুযোগ রয়েছে।

২০১৫ সালের জুলাই মাসে ভারতে প্রথম বার হুন্ডাই ক্রেটা গাড়িটি নিয়ে আসা হয়। অল্প সময়ের মধ্যেই গাড়িটি ব্যাপক জনপ্রিয়তা পায়। মাঝারি আকারের এই এসইউভি দেশের বাজারে এখনও পর্যন্ত সাড়ে ৯ লাখ ইউনিট বিক্রি হয়েছে।


বিজ্ঞাপন


hyundai2

২০২৪ ক্রেটা ফেসলিফট গাড়িতে হুন্ডাইয়ের সেন্সাস স্পোর্টিনেস ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে। এতে থাকছে একটি নতুন গ্রিল, কোয়াড-বিম এলইডি হেডল্যাম্প, এলইডি পজিশনিং ল্যাম্প, নতুন করে ডিজাইন করা বাম্পার এবং নতুন অ্যালয়।

গাড়িটির ইন্টিরিয়ারেও বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড ইনফোটেইনমেন্ট স্ক্রিন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।


বিজ্ঞাপন


২০২৪ হুন্ডাই ক্রেটা ফেসলিফট গাড়িটি মোট ছয়টি মনো-টোন কালার এবং ডুয়েল-টোন কালার এবং সাতটি ট্রিমে পাওয়া যাবে।

hyundai4

মোট তিনটি ইঞ্জিন অপশন রয়েছে এই গাড়িটির। এতে দেওয়া হয়েছে একটি ১.৫ লিটারের কাপ্পা টার্বো জিডিআই পেট্রল, ১.৫ লিটারের এমপিআই পেট্রল এবং ১.৫ লিটারের ইউ২ সিআরডিআই ডিজেল ইঞ্জিন ও তার সঙ্গে চারটি ট্রান্সমিশন অপশন। এই নতুন ক্রেটা ফেসলিফট গাড়িটি টক্কর দিতে চলেছে কিয়া সেলটোজ ফেসলিফট, মারুতি সুজ়ুকি গ্র্যান্ড ভিতারা এবং আসন্ন টাটা কার্ভের সঙ্গে।

নতুন হুন্ডাই ক্রেটা গাড়িটির দাম ১১ লাখ টাকা থেকে ২০ লাখ রুপির মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর