হিরোর জনপ্রিয় মোটরসাইকেল স্প্লেন্ডর এলো নতুন ভার্সনে। সম্প্রতি বাজারে এসেছে হিরো স্প্লেন্ডর প্লাস এক্সটেক ২.০। এই বাইকে নতুন বেশ কিছু ফিচার যোগ করা হয়েছে। বিশেষ করে এই বাইকে মিলবে এলইডি হেডলাইট।
নতুন হিরো স্প্লেন্ডর প্লাস এক্সটেক ২.০। বাইকে বেশ কিছু ফিচার্স এবং পেইন্ট স্কিম যোগ করেছে কোম্পানি। অন্যতম সেরা মাইলেজ সম্পন্ন বাইক হিরো স্প্লেন্ডর। দাম কম, ওজন কম এবং মেইনটেনেন্স খরচ কম হওয়ায় এই বাইক মধ্যবিত্ত ঘরের মানুষের কাছে ভীষণ প্রিয়। বাইকে আর কী ফিচার্স রয়েছে এবং কত কিলোমিটার মাইলেজ জেনে নিন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হোন্ডার এই ছোট বাইকের বড় পাওয়ার!
হিরো স্প্লেন্ডর প্লাস এক্সটেক ২.০ দ্বিতীয় জেনারেশনের বাইক। দুরন্ত মাইলেজ এবং ছিমছাম চেহারার জন্য জনপ্রিয় এই টু হুইলার। অন্যান্য খরচও কম, তাই মধ্যবিত্তের একাংশ এই বাইক চালাতেই পছন্দ করেন। এদিন যে নতুন মডেল লঞ্চ করা হয়েছে, তাতে একাধিক ফিচার্স যোগ করেছে হিরো।
বাইকের দাম রাখা হয়েছে ভারতে ৮২ হাজার ৯১১ রুপি। এটির যে আগের মডেল ছিল তার দামের থেকে ৩০০০ রুপি বেশি। বাজারে হোন্ডা শাইন ১০০ মডেল টক্কর দেবে এই বাইক।
বিজ্ঞাপন
হিরো স্প্লেন্ডর বাইকের নতুন ভার্সনে যে ফিচার্সগুলো পাওয়া যাবে, তা হল - এলইডি লাইটিং এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। এখন প্রায় সব বাইকেই ডিজিটাল মিটার যোগ করা হচ্ছে। সেক্ষেত্রে স্প্লেন্ডর যাতে পিছিয়ে থাকে, তার জন্য এই আয়োজন করেছে হিরো মটোকর্প।
এছাড়াও, বাইকে দুইটি নতুন রঙ যোগ হয়েছে - ম্যাট গ্রে, গ্লস ব্ল্যাক ও গ্লস রেড। এই রংগুলো তরুণ বাইক-প্রেমীদের নজর কাড়তে পারে বলে মনে করছে কোম্পানি। বাকি ফিচার্স যেমন ছিল তেমনটাই পাওয়া যাবে।
বাইকের ডিজাইন খুব বেশি ফ্যান্সি রাখা হয়নি। সাধারণ গ্রাফিক্স, নতুন রঙ এবং এলইডি হেডলাইটের সঙ্গে এই বাইক প্রাকটিক্যাল রাখার চেষ্টা করেছে হিরো মটোকর্প। ইঞ্জিন পাবেন ১০০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, যা সর্বোচ্চ ৭.০৯ হর্সপাওয়ার এবং ৮.০৫ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে ৪ স্পিড গিয়ার।
হিরো স্প্লেন্ডর প্লাসের মাইলেজ ৬০ থেকে ৭০ কিমি প্রতি লিটার। দেশের সেরা উচ্চ মাইলেজ বাইক হিরো স্প্লেন্ডর। বাইকে সাসপেনশন রয়েছে সামনে টেলিস্কপিক ফর্ক এবং পেছনে ডুয়াল স্প্রিং। ফিচার্স পাবেন চাকার দুই প্রান্তেই ড্রাম ব্রেক, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, কল, এসএমএস অ্যালার্ট, নেভিগেশন এবং ইউএসবি চার্জার।
এজেড