রোববার, ৩০ মার্চ, ২০২৫, ঢাকা

টাটা আনল ইলেকট্রিক পিকআপ, দাম ১১ লাখ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৪, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

loading/img

টাটা মোটরস এই প্রথম ব্যাটারিচালিত ইলেকট্রিক পিকআপ আনল। যার মডেল এস ইভি ১০০০। এটি মূলত একটি মিটি ট্রাক। যা ১ টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম।
একবার চার্জ দিলে ছুটবে ১৬১ কিলোমিটার। 

পেট্রোল ইঞ্জিনকে বিদায় জানিয়ে ব্যাটারি এবং ইলেকট্রিক মোটরচালিত পিকআপ ট্রাক লঞ্চ করল টাটা মোটরস। বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে এই ট্রাক হয়ে উঠতে পারে বহু মানুষের সফরসঙ্গী। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নতুন মারুতি সুইফট গাড়ি এলো, দাম সাড়ে ছয় লাখ

টাটার নতুন বৈদ্যুতিক পিকআপে যে ব্যাটারি রয়েছে তার উপর ৭ বছর ওয়ারেন্টি দিয়েছে সংস্থা। টাটা মোটরসের দাবি অনুযায়ী, এতে মিলবে অ্যাডভান্স ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এবং উন্নত টেলি ম্যাটিক্স সিস্টেম।

tata_pc

টাটা এস মিনি ইভি ট্রাক


বিজ্ঞাপন


মজবুত চেসিস এবং উন্নত ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে এই ইলেকট্রিক ট্রাকে। মালপত্র বহনের ক্ষেত্রে দক্ষতার সঙ্গে সার্ভিস দেবে বলে দাবি করেছে সংস্থা। টাটার বাণিজ্যিক ডিলারশিপগুলোতে পাওয়া যাবে এই মিনি ইভি ট্রাক।

টাটা ইভি পিকআপের ব্যাটারি, রেঞ্জ ও ফিচার্স

ই-কার্গো মোবিলিটি সমাধানের ক্ষেত্রে এটি একটি বিপ্লব বলে দাবি করেছে সংস্থা। জিরো এমিশন রয়েছে গাড়িতে। একবার চার্জ দিলে ১৬১ কিলোমিটার রাস্তা যেতে পারে এই ট্রাক। অর্থাৎ জ্বালানি খরচ অনেকটাই বাঁচবে বলে মনে করছে সংস্থা। রয়েছে ফাস্ট চার্জিংয়ের সুবিধাও। ১০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে সময় নেয় ১০৫ মিনিট।

ইভোজেন পাওয়ারট্রেন রয়েছে এই ট্রাকে। ব্যাটারির উপর ৭ বছর ওয়ারেন্টি এবং ৫ বছর কম্প্রিহেনসিভ মেইনটেনেন্স প্যাকেজ পাওয়া যাবে বলে জানা গিয়েছে। সমস্ত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এমন উন্নত ব্যাটারি রয়েছে গাড়িতে। সঙ্গে মিলবে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম।

tata

এই মিনি ট্রাকটি সর্বোচ্চ ২৭ কিলোওয়াট শক্তি এবং ১৩০ এনএম টর্ক তৈরি করতে পারে। সম্পূর্ণ লোড অবস্থাতেও বেস্ট ইন ক্লাস পারফরম্যান্স দিতে পারবে বলে দাবি করেছে টাটা মোটরস। বিশ্বজুড়ে ১৫০টি ইলেকট্রিক ভেহিকেল সাপোর্ট সেন্টার দ্বারা সমর্থিত টাটা এস ইভি মিনি ট্রাক।

উন্নত ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের পাশাপাশি এতে রয়েছে আধুনিক টেলিম্যাটিক্স। যারা জ্বালানি চালিত ট্রাক থেকে সরে ব্যাটারি চালিত ট্রাক নিতে চাইছেন তাদের বাজারে সেরা অভিজ্ঞতা দিতে প্রয়োজনীয় সুবিধা যোগ করা হয়েছে গাড়িতে। এই গাড়ির যা পেলোড ক্যাপাসিটি রয়েছে তাতে টাটা পাঞ্চ ইভিও বহন করতে পারে এস মিনি ইভি ট্রাক।

টাটা এস ইভি মিনি ট্রাকের দাম

টাটা এস ইভি মিনি ১০০০ মডেলের দাম ভারতে ১১ লাখ ২৭ হাজার ৩০৫ রুপি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর