সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

এই ইলেকট্রিক বাইকে প্রতি কিলোমিটারের খরচ ২৫ পয়সা

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৪, ০৮:১৬ এএম

শেয়ার করুন:

loading/img

বাজারে এলো সাশ্রয়ী ইলেকট্রিক বাইক। যার প্রতি কিলোমিটার পথ চলার খরচ মাত্র ২৫ পয়সা। এটি এনেছে ওকায়া। মডেল ফেরাটো ডিসরাপটার। ভারতের বাজারে এই বাইক বিক্রি হচ্ছে। দামও হাতের নাগালে। 

ওকায়া ফেরাটো ডিসরাপটার ফুল চার্জে ১২৯ কিলোমিটার পথ চলতে পারবে। যার প্রতি কিলোমিটারের খরচ মাত্র ২৫ পয়সা। পরিবেশবান্ধব এই ই-বাইকে এলএফপি ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হিরোর এই ইলেকট্রিক এক চার্জে  চলবে ৭৫ কিলোমিটার

ভারতে এই ব্যাটারিচালিত বাইকের দাম ১ লাখ ৬০ হাজার রুপি। ওকায়া কোম্পানি জানিয়েছে, ফেরাটো ব্রান্ডের অধীনে মিলবে এই ইলেকট্রিক বাইক।

bike

নতুন ইলেকট্রিক বাইকের ফিচার


বিজ্ঞাপন


ফেরাটো ডিসরাপটার ফুল চার্জে ১২৯ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এতে রয়েছে পিএমএসএম সেন্টার মোটর চেইন ড্রাইভেন সিস্টেম। যা সর্বোচ্চ ৬.৩৭ কিলোওয়াট শক্তি তৈরি করতে পারে। বাইকের সর্বোচ্চ গতি ৯৫ কিমি প্রতি ঘণ্টা। এতে তিনটি ডাইনামিক রাইডিং মোড পাওয়া যাবে - ইকো, সিটি এবং স্পোর্টস।

এতে পাবেন ৩.৯৭ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি ক্যাপাসিটি। যা উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। এতে আইপি৬৭ রেটিং পাওয়া যাবে।  বাইকে রয়েছে এলএফপি ব্যাটারি ব্যাকআপ। এর মোটর সর্বোচ্চ ২২৯ এনএম টর্ক তৈরি করতে পারে।

bike-2

মডার্ন ডিজাইনের পাশাপাশি এতে একাধিক স্মার্ট ফিচার্সও পাওয়া যাবে। রয়েছে কন্ট্রোল ফিচার এবং ব্লুটুথ কানেক্টিভিটি। সুরক্ষার জন্য উন্নত ব্রেকিং সিস্টেম এবং টেকসই সাসপেনশনও রয়েছে যা লং রাইডে বাইকারদের আরাম দেবে বলে জানিয়েছে সংস্থা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর