ভারতের খ্যাতনামা মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হিরো সাশ্রয়ী দামে নতুন ফিচারের ইলেকট্রিক সাইকেল আনছে। এই সাইকেলে দুর্দান্ত কিছু ফিচার আছে। এই সাইকেল চালিয়ে যেমন শরীরচর্চা করতে পারবেন। কেননা, এতে অন্যসব সাধারণ সাইকেলের মতো প্যাডেল রয়েছে। সাইকেল চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেলে মোটর ঘুরিয়ে একটু জিরিয়েও নিতে পারবেন। ফলে শরীরচর্চার পাশাপাশি আরামও পাবেন।
বিজ্ঞাপন
হিরোর নতুন ইলেকট্রিক সাইকেলে একগুচ্ছ অ্যাডভান্স ফিচার রয়েছে। ছোট ডিজিটাল ডিসপ্লের সঙ্গে পাবেন কন্ট্রোল প্যানেল রিয়েল টাইম স্পিডোমিটার এবং ইউএসবি চার্জিং পোর্ট। দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক এবং সাসপেনশন। বেশ কিছু ফিচার্স রয়েছে সাইকেলে এবং মিলবে শক্তিশালী ব্যাটারি প্যাকও।
হিরোর ইলেকট্রিক সাইকেলের ফিচার
হিরো সাইকেলের নাম অনেকেই শুনেছেন, বিশেষ করে যারা নব্বই দশকের তারা এই নামের সঙ্গে ভালো মতোই পরিচিত। এবার ইলেকট্রিক সাইকেলের ময়দানে কোমর বেধে নেমেছে হিরো। ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি এতে রয়েছে একাধিক ফিচার্স, সিঙ্গেল চার্জে ৭৫ কিলোমিটার যেতে পারে এই ইলেকট্রিক সাইকেল।
বিজ্ঞাপন
নতুন হিরো সাইকেলে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ইনস্টল রয়েছে। যা ফুল চার্জ দিলে লম্বা দূরত্বের পথ পাড়ি দিতে পারবেন। এই সাইকেল ফুল চার্জ হতে সময় নেবে ৪ ঘণ্টা থেকে ৫ ঘণ্টা।
সর্বোচ্চ ৪৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে এই ইলেকট্রিক বাই-সাইকেল। ৩০০ ওয়াট মোটর রয়েছে সাইকেলে। অনেকেই শরীরচর্চার জন্য সাইক্লিং করে থাকেন। এক্ষেত্রে এই ইলেকট্রিক সাইকেল ভালো বিকল্প হতে পারে। বিশেষ করে তরুণ রাইডারদের পছন্দ হবে এমন ডিজাইন রয়েছে।
শুধু শরীরচর্চা নয়, তীব্র ট্রাফিক জ্যাম এড়িয়ে দ্রুত গন্তব্যে যাওয়ার জন্য অন্যতম বিকল্প এই ধরনের ইলেকট্রিক বাই-সাইকেল।
হিরোর ইলেকট্রিক সাইকেলের দাম
এই রেঞ্জ ও ফিচার্স পাওয়ার জন্য আপনাকে খরচ করতে হবে ৪০ হাজার টাকার মতো। তবে এই সাইকেল কেনার জন্য আপনাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ জুলাইয়ে নতুন সাইকেল লঞ্চ করবে হিরো। এই কোম্পানি ছাড়াও আরও অনেক ব্রান্ডের ইলেকট্রিক সাইকেল রয়েছে বাজারে যা আপনার নিত্য যাতায়াতের জন্য ভালো বিকল্প হতে পারে।
এজেড