শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাজাজ সস্তার ইলেকট্রিক স্কুটার আনছে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img

ভারতের বিখ্যাত টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ অটোর জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার চেতক। এই স্কুটার বর্তমানে দুইটি ভ্যারিয়েন্ট বিক্রি হয়। এবার তৃতীয় মডেল আনতে চলেছে সংস্থা। যা হবে বাজাজের সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার। ফুল চার্জে ১০০ কিমির বেশি রেঞ্জ দেবে এই স্কুটার, মিলবে ডিস্ক ব্রেক এবং ডিজিটাল মিটার। তবে দাম কমানোর জন্য বেশ কিছু ফিচার্স কম রাখতে পারে বাজাজ।

bajaj-pic


বিজ্ঞাপন


বাজাজ চেতক প্রিমিয়াম এবং আর্বান মডেলে রয়েছে ফ্যান্সি টিএফটি ডিসপ্লে। তবে দাম কমানোর জন্য এতে থাকবে এলসিডি ডিসপ্লে। তবে ব্লুটুথ কানেক্টিভিটি এবং কল/এসএমএস অ্যালার্ট পাওয়া যাবে। স্কুটির এক্স শোরুম দাম হতে পারে ভারতে ১ লাখ রুপি।

আরও পড়ুন: এই ই-বাইকে মিলবে মোটরসাইকেলের সুবিধা

chetak-pic

এই মুহূর্তে বাজাজ চেতকের সবথেকে সস্তা মডেলের দাম সোয়া লাখ রুপি। এই স্কুটি যদি বাজারে ১ লাখ রুপি দামে লঞ্চ হয় তাহলে ওলা, আথার এবং টিভিএসকে জোরদার চ্যালেঞ্জ জানাতে পারে প্রতিষ্ঠানটি। আগামী মাসে বাজাজ চেতকের এই মডেল লঞ্চ হবে।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন