ভারতের জনপ্রিয় প্রাইভেট কার টাটা নেক্সন। এই গাড়ির নতুন পাঁচটি ভার্সন বাজারে এলো। এগুলো অটোমেটিক ম্যানুয়াল বা এএমটি মডেল। গাড়ির দাম শুরু হয়েছে ১০ লাখ রুপি থেকে। নতুন বৈশিষ্ট্যর সঙ্গে গাড়িগুলো হাজির হয়েছে ভারতে। কী কী ফিচার্স থাকবে খুঁটিনাটি জেনে নিন।
২০২৩ সালের সেপ্টেম্বরে টাটা নেক্সন গাড়ির ফেসলিফ্ট মডেল লঞ্চ করে সংস্থা। এদিন সেই গাড়ির পাঁচটি নতুন এএমটি বা অটোমেটিক ম্যানুয়াল ভ্যারিয়েন্ট বাজারে আনে টাটা মোটরস। টাটা নেক্সন পেট্রোল এবং ডিজেল দুই ইঞ্জিনেই পাওয়া যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফোক্সওয়াগেন নতুন গাড়ি আনল, জানুন ফিচার্স
নতুন পাঁচটি ভ্যারিয়েন্ট পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের সঙ্গেই লঞ্চ করা হয়েছে। পেট্রোল লাইনআপ স্মার্ট প্লাস, পিওর, পিওর এস মডেলে পাবেন অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন এবং ডিজেল লাইনআপ পিওর এবং পিওর এস মডেলে থাকছে এএমটি ভ্যারিয়েন্ট।
টাটা নেক্সন ডার্ক এডিশন
টাটা মোটরস সম্প্রতি নেক্সনের ডার্ক এডিশনও লঞ্চ করেছে। এই গাড়ির দাম ভারতে প্রায় ১২ লাখ রুপি। গাড়িটি বাকি মডেলগুলোর তুলনায় বেশ আলাদা। কারণ এটি সম্পূর্ণ কালো রঙের পেইন্ট স্কিমে সজ্জিত। ইন্টিরিয়র থেকে এক্সটিরিয়র সবেতেই রয়েছে ব্ল্যাক থিম।
বিজ্ঞাপন
টাটা নেক্সন গাড়ির ইঞ্জিন
টাটা নেক্সন গাড়ি দুই ধরনের ইঞ্জিনের সঙ্গে পাওয়া যায়। ১.২ লিটার টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিন এবং ১.৫ লিটার টার্বো চার্জ ডিজেল ইঞ্জিন রয়েছে গাড়িতে। সঙ্গে মিলবে ৫ স্পিড ম্যানুয়াল, ৬ স্পিড ম্যানুয়াল, ৬ স্পিড অটোমেটিক, ৬ স্পিড ডুয়াল ক্লাচ গিয়ারবক্স।
ফিচার্স এবং সেফটি
গাড়িতে বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস ফোন চার্জিং, স্পিকার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ছয়টি এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমসহ একগুচ্ছ ফিচার্স রয়েছে।
উল্লেখ্য, টাটা নেক্সন কোম্পানির সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে একটি। এটি ভারতের সবথেকে জনপ্রিয় এসইউভি। টাটা নেক্সন ছাড়াও কম্প্যাক্টি এসইউভি টাটা পাঞ্চ, মিড সাইজ এসইউভি হ্যারিয়ার ও সাফারি রয়েছে টাটা মোটরসের। হ্যাচব্যাকের মধ্যে অলট্রোজ, টাইগর এবং টিয়াগো বিক্রি করে সংস্থা। এই গাড়িগুলোর ইলেকট্রিক ভার্সনও রয়েছে বাজারে।
এজেড