বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ফোক্সওয়াগেন নতুন গাড়ি আনল, জানুন ফিচার্স 

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

ফোক্সওয়াগেন নতুন গাড়ি আনল, জানুন ফিচার্স 

ভারতের বাজারে নতুন গাড়ি আনল জার্মান কোম্পানি ফোক্সওয়াগেন। টাইগুন গাড়ির এক্সটিরিয়র ও ইন্টিরিয়র দুই জায়গাতেই ফিচার্স আপডেট করেছে কোম্পানিটি। এতে যোগ করা হয়েছে ব্ল্যাক অ্যালয় হুইল ও ইন্টিরিয়র থিম। ইতোমধ্যে গাড়ির বুকিংও হয়েছে। জানা গেছে, আগামী মাসে গাড়ির দাম প্রকাশ করবে ফোক্সওয়াগেন। 

এই কম্প্যাক্ট এসইউভিতে কী কী নতুন চমক থাকছে জেনে নিন- 


বিজ্ঞাপন


car2

কার্বন স্টিল গ্রে রুফ

জিটি প্লাস স্পোর্টস ভ্যারিয়েন্টে পাবেন কার্বন স্টিল গ্রে রুফ। গাড়িটির অন্যান্য কসমেটিক আপডেটের মধ্যে রয়েছে গ্লস ব্ল্যাক ফ্রন্ট গ্রিল, ডার্ক এলইডি হেডল্যাম্প, ডার্ক ক্রোম ডোর হ্যান্ডেল। বাকি ডোর মিরর হাউজিং, রুফ রেইল এবং উইন্ডো বার থাকবে কালো রঙের।

লাল রঙের জিটি ব্র্যান্ডিং


বিজ্ঞাপন


জিটি ব্র্যান্ডিংয়ে যে ভ্যারিয়েন্টগুলো রয়েছে সবগুলোর গ্রিল, ফেন্ডার এবং টেলগেটে রয়েছে জিটি ব্র্যান্ডিং। তবে জিটি লাইনে কালো এবং জিটি প্লাস মডেল এক্সক্লুসিভ লাল রঙের ব্র্যান্ডিং এর দেখা মিলবে এবার। 

car3

চাকায় নতুনত্ব 

ভারতে ফোক্সওয়াগেন যে নতুন জিটি স্পোর্টস ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে তাতে ব্যবহার করা হয়েছে ১৭ ইঞ্চি ক্যাসিনো ব্ল্যাক অ্যালয় হুইল। জিটি প্লাস স্পোর্ট ব্রেক ক্যালিপার রয়েছে আবার লাল রঙের। এতে গাড়িটি হয়ে উঠেছে আরও আকর্ষণীয়। 

গাড়ির ভেতরে কালো ও লাল থিম

গাড়িটির ইন্টেরিয়র সাজাতে কালো আর লাল রঙ ব্যবহার করেছে কোম্পানি। কেবিনের ভিতর পাবেন কালো লেদারেট। স্পোর্টস স্টিয়ারিং হুইলের সঙ্গে এতে আছে কালো ও লাল রঙের জমজমাট থিম ডিজাইন। গাড়ির ব্যাকরেস্টেও থাকছে জিটি লোগো।

car4

ইঞ্জিন ও পারফরম্যান্স

ফোক্সওয়াগেন জিটি স্পোর্ট গাড়িতে মিলবে ১ লিটার টিএসআই মিল ইঞ্জিন যা সর্বোচ্চ ১১৪ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। আর একটি রয়েছে ১.৫ টিএসআই লিটার ইঞ্জিন যা ১৪৮ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। দুই ইঞ্জিনে পাবেন ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। তবে ১ লিটার ইঞ্জিনে রয়েছে ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। আর টিএসআই ইঞ্জিনে পাওয়া যাবে ৭ স্পিড ক্লাচ ডিএসজি ট্রান্সমিশন। 

গাড়ির মাইলেজ কত? 

ফোক্সওয়াগেনের দাবি, জিটি স্পোর্টস ভ্যারিয়েন্টের মাইলেজ ১৮.১৫ থেকে ১৯.৮৭ কিমি প্রতি লিটার। সেফটি ফিচার্সের ক্ষেত্রে পাবেন ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম এবং রিয়ার ভিউ ক্যামেরা।

গাড়ির দাম কত? 

কোম্পানির পক্ষ থেকে এখনও গাড়ির দাম জানানো হয়নি। তবে বর্তমানে যে ফোক্সওয়াগেন টাইগুন বিক্রি হয় তার দাম ১১.৭০ লাখ রুপি থেকে ২০ লাখ রুপি (এক্স-শোরুম)।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর