জাপানের বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান কাওয়াসাকির দুর্দান্ত মোটরসাইকেল ভালকান এস। এই বাইক যেমন দেখতে নজরকাড়া, তেমনি এতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন।
বিজ্ঞাপন
কাওয়াসাকি ভালকানে রয়েছে ৬৪৯ সিসির টুইন সিলিন্ডার ইঞ্জিন। এটি একটি ত্রুজার স্টাইল বাইক। যা সর্বোচ্চ ৫৯.৯৪ হর্সপাওয়ার এবং ৬২.৪ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে ৬ স্পিড গিয়ার। বাইকের সর্বোচ্চ গতি ১৮৬ কিমি প্রতি ঘণ্টা। ব্রেকিং ফাংশন হিসাবে দুই চাকাতেই ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে।
ফিচার্স হিসাবে পাবেন সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এলসিডি ডিসপ্লে, এলইডি লাইটিং ইত্যাদি। এটির ওজন ২৩৫ কিলোগ্রাম এবং সিটের উচ্চতা ৭০৫ মিলিমিটার।
বিজ্ঞাপন
আরও পড়ুন: Bajaj CT 100: মাইলেজের রাজা বাজাজের এই বাইক
কাওয়াসাকি ভালকান এস বিশ্ব বাজারে অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল। যা ভারতের বাজারেও পাওয়া যায়।
এজেড